রায়গঞ্জ, 20 সেপ্টেম্বর : দাড়িভিট হাইস্কুলে গুলিতে মৃত দুই ছাত্র তাপস বর্মণ ও রাজেশ সরকারের বিচার ও ঘটনার CBI তদন্তের দাবিতে রায়গঞ্জ শহরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি বাংলা ভাষা দিবস উদযাপন করল BJP-র ছাত্র সংগঠন ABVP । বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক শুভব্রত অধিকারী, রাজ্য সদস্য রিকি সাহাসহ জেলা নেতৃত্ব ।
2018 সালের 20 সেপ্টেম্বর উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের দাড়িভিট হাইস্কুলে বাংলা ভাষার শিক্ষকের দাবিতে আন্দোলনে নামে স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবক-অভিভাবিকারা । আন্দোলন রুখতে পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ বাধে । গুলিতে বিদ্যালয়ের দুই প্রাক্তন ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মণের মৃত্যু হয় । অভিযোগ ওঠে, পুলিশের গুলিতে তাঁদের মৃত্যু হয়েছে ।