পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যে তিন তালাক অব্যাহত, এবার বিবিকে পিটিয়ে খুন ! - murder

বিবিকে তিন তালাক দিয়ে মারধর করে খুনের অভিযোগ উঠল স্বামীসহ শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে ৷ রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বিষ্ণপুর গ্রামের ঘটনা ৷

প্রতীকী ছবি

By

Published : Aug 1, 2019, 2:06 PM IST

Updated : Aug 1, 2019, 3:11 PM IST

রায়গঞ্জ, 1 অগাস্ট: রাষ্ট্রপতি সদ্য অনুমোদন দিয়েছেন তাৎক্ষণিক তিন তালাক বিলে ৷ অনুমোদনের 24 ঘণ্টা পার হতে না হতেই আবারও তিন তালাক ! বিবিকে তিন তালাক দিয়ে মারধর করে খুনের অভিযোগ উঠল শওহরসহ শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে ৷ রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বিষ্ণপুর গ্রামের ঘটনা ৷ মৃতের নাম নুর বানু ৷ বাড়ি থেকে কিছুটা দূরেই নুরের দেহ উদ্ধার করেন স্থানীয়রা ৷ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা ৷

চার বছর আগে ইটাহার থানার ডামডোলিয়া গ্রামের নুর বানুর সঙ্গে রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বিষ্ণুপুর গ্রামের মহম্মদ সুন্দরলালের নিকাহ হয় ৷ তাস খেলাকে কেন্দ্র করে শওহর সুন্দরলালের সঙ্গে নুরের মাঝেমধ্যেই বিবাদ হত ৷ নুরকে মারধরও করত সুন্দরলাল ৷ কিছুদিন আগে একবার সুন্দরলাল বিবিকে তালাকও দেয় ৷ বিষয়টি নুর তার বাবা-মাকে জানালে তাঁরা মেয়ের শ্বশুরবাড়ি আসেন ৷ দিন ছয়েক আগেই এই নিয়ে গ্রামে সালিশি সভা বসে ৷ সালিশি সভায় বিষয়টি মিটে যায় ৷ কিন্তু গতকাল রাতে তাস খেলাকে কেন্দ্র করে ফের নুর ও সুন্দরলালের মধ্যে বিবাদ হয় ৷ তখনই সুন্দরলাল নুরকে তিন তালাক দেয় ৷ এরপর মারধর করে গলায় ফাঁস দিয়ে খুন করে ৷

আরও পড়ুন : শ্বশুরবাড়ি থেকে স্ত্রী-পুত্রকে আনতে এসে মার খেলেন যুবক

আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে গ্রামবাসীরা মৃত নুর বানুর দেহ উদ্ধার করেন ৷ অভিযোগ গতকাল রাতে নুরকে খুন করে ফেলে গ্রাম ছেড়ে পালিয়ে যায় সুন্দরলাল ও তার বাবা-মা ৷ অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সরব গ্রামবাসী ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Last Updated : Aug 1, 2019, 3:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details