রায়গঞ্জ, 6 নভেম্বর : বাজারে আলু-পিঁয়াজের অগ্নিমূল্য। ব্যবসায়ীরা কালোবাজারি করছেন কি না তা খতিয়ে দেখতে রায়গঞ্জের বাজারগুলিতে অভিযান চালালেন প্রশাসনের কর্তারা। রায়গঞ্জের BDO রাজু লামা, ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা এবং রায়গঞ্জ থানার IC-র নেতৃত্বে এক অভিযানকারী দল হানা দেয় বাজারগুলিতে। আলু-পিঁয়াজের আড়তদারের গুদামে হানা দিয়ে জিজ্ঞাসাবাদ চালান প্রশাসনিক আধিকারিকরা। প্রশাসনের এই নজরদাড়িতে স্বাভাবিকভাবেই খুশি ক্রেতা থেকে সাধারণ মানুষ।
রায়গঞ্জের বাজারগুলিতে আলু প্রতি কেজি 45 টাকা এবং পিঁয়াজ প্রতি কেজি 80 টাকা দরে বিক্রি হচ্ছে। এই আলু, পিঁয়াজ কিনতে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের। কৃত্রিম অভাব তৈরি করে বাজারে আলু পিঁয়াজের কালোবাজারি ও অস্বাভাবিক দাম নিচ্ছেন ব্যবসায়ীরা। এই অভিযোগ পেয়ে শুক্রবার রায়গঞ্জ শহরের সবচেয়ে বড় বাজার মোহনবাটি বাজারে অভিযান চালান জেলা প্রশাসনিক কর্তারা। অভিযানে শামিল হন জেলা এনফোর্সমেন্টের আধিকারিক, রায়গঞ্জের BDO রাজু লামা, DSPDEB পিকে সিনহা এবং রায়গঞ্জ থানার IC সূরজ থাপাসহ রায়গঞ্জ থানার পুলিশবাহিনী। বাজারে গিয়ে আলু পিঁয়াজের আড়তদারদের গুদামে গিয়ে জিজ্ঞাসাবাদ চালান তাঁরা। কোনও ব্যাবসায়ী যাতে বেশি দাম না নেন তা নজরে রাখার পাশাপাশি কালোবাজারি রুখতে উদ্যোগী হয় প্রশাসন।
কালোবাজারি রুখতে রায়গঞ্জের বাজারে অভিযান - রায়গঞ্জ বাজারে অভিযান
কালোবাজারি রুখতে রায়গঞ্জের বাজারগুলিতে অভিযান চালান প্রশাসনের কর্তারা। BDO রাজু লামা, ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা এবং রায়গঞ্জ থানার IC-র নেতৃত্বে এক অভিযানকারী দল এই অভিযান চালায় ।
রায়গঞ্জ মোহনবাটি বাজারের পাইকারি আলু পিঁয়াজ ব্যাবসায়ী জানিয়েছেন, চাহিদার তুলনায় আলু ও পিঁয়াজের জোগান কম থাকায় দাম বেড়েছে। তাঁরা যে দামে আলু কিনে আনছেন মাত্র 10-20 টাকা প্রতি বস্তায় লাভ রেখে বিক্রি করছেন। ব্যাবসায়ীদের দাবি, তাঁরা অতিরিক্ত দাম নিচ্ছেন না। তাঁরা এও জানান, যতদিন না নতুন আলু বাজারে আসবে ততদিন এইরকম দামই থাকবে বাজারে। DSPDEB পিকে সিনহা জানিয়েছেন, বেশি দাম নেওয়া বা কালোবাজারি যাতে না হয় সেজন্য আজকে বাজারে অভিযান চালানো হয়েছে। ব্যাবসায়ীদের বেশি দাম না নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যদি কেউ বেশি দাম নেন বা কালোবাজারি করেন তাহলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।