পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিজেপির সঙ্গেই সমঝোতা করবেন মমতা, দাবি অধীরের - প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী

বিজেপিকে বাংলায় এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর ছক কষে বাংলায় কংগ্রেস, বামকে ধ্বংস করেছেন তিনিই ৷ তবে এবারের নির্বাচনে তৃণমূল নেত্রী পরাজিত হয়েছেন, শুধু ভোটের ফল বেরনোর অপেক্ষা ৷ কালিয়াগঞ্জে কংগ্রেস প্রার্থীর প্রচারে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এভাবেই তোপ দাগলেন অধাীর চৌধুরী ৷

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী

By

Published : Apr 9, 2021, 6:48 PM IST

রায়গঞ্জ, ৯ এপ্রিল: পুরনো মদ খেতে ভাল, পুরনো দোস্তিতে ভরসা বেশি, তাই মমতা বন্দোপাধ্যায়ের পুরোনো বন্ধু বিজেপির সঙ্গে সমঝোতা বাড়বে বলে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।

শুক্রবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী প্রভাস সরকারের সমর্থনে একটি জনসভায় যোগ দিতে আসেন লোকসভার বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরী। কালিয়াগঞ্জের নাটমন্দিরের মাঠে সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থীর সমর্থনে বিশাল জনসভায় ছিলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, সিপিআইএম উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অপূর্ব পাল-সহ কংগ্রেস ও বামফ্রন্টের শীর্ষ নেতৃত্ব।

অধীর বলেন, ‘'বাংলায় তৃণমূল বিজেপিকে হাত ধরে নিয়ে এসেছিল ৷ ভারতবর্ষের ক্ষমতায় অটলবিহারি বাজপেয়ী ৷ রেলমন্ত্রী, কয়লামন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও বিপদ হলে তিনি বিজেপির আশ্রয়ে ছুটবেন ৷’' এমনকি নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গদি বাঁচাতে, ক্ষমতা ধরে রাখতে, ভাইপোকে বাঁচাতে বিজেপির কাছেই আত্মসমর্পণ করবেন বলে দাবি করেন তিনি ৷ প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ‘‘ অতীতে উত্তর দিনাজপুরে রাজ্য়ের মুখ্য়মন্ত্রী তাঁর সেনাপতি শুভেন্দু অধিকারীকে পাঠিয়েছিলেন কংগ্রেস, বাম দলকে ধ্বংস করতে ৷ আজ সেই সেনাপতি নেত্রীকে হারানোর জন্য় নন্দীগ্রামে দাঁড়িয়েছেন ৷’’ তিনি নিশ্চিত নন্দীগ্রামে মমতা পরাজিত হয়েছেন ৷ তাঁর দাবি, মমতা হেরে গিয়েছেন বলেই দু'ঘণ্টা ধরে রাজ্য়পালের কাছে তাঁকে বাঁচানোর আবেদন জানিয়েছেন ৷

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে প্রচারে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী

আরও পড়ুন: "বাঙালিরা রোমিয়োদেরও ভালোবাসে", যোগীকে জবাব মহুয়ার

নন্দীগ্রামে বিপর্যয়ের সময়ে মমতার সনিয়া গান্ধির কাছে সাহায্য় চেয়ে চিঠি লেখা নিয়ে কটাক্ষ করে অধীর বলেন, ‘‘সনিয়া গান্ধি মমতার কাছে আসেননি, আপনি সনিয়া গান্ধির কাছে দরবার করেছেন ৷ এখানেই আপনার পরাজয় ৷’'

রাজ্যে সংযুক্ত মোর্চা সরকার গড়বে বলে আশাপ্রকাশ করেন তিনি ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details