পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সালিশিসভায় ল্যাম্পপোস্টে বেঁধে বৃদ্ধাকে মারধরের অভিযোগ, অপমানে আত্মঘাতী মহিলা - সালিশি সঙায় চোর অপবাদে আত্মঘাতী বৃদ্ধা

গ্রামের এক ব্যক্তির সবজি বাগান থেকে পিঁয়াজ চুরির অপবাদ । সে কারণে সালিশিসভায় এক বৃদ্ধাকে ল্যাম্পপোস্টে বেঁধে মারধর ও 14 হাজার টাকার জরিমানা । লজ্জায় আত্মঘাতী হলেন বৃদ্ধা । এই ঘটনায় অভিযোগ উঠল উপপ্রধানের বিরুদ্ধে ।

salishi sabha
ল্যাম্পপোস্টে বেঁধে বৃদ্ধাকে মারধোরের অভিযোগ

By

Published : Feb 4, 2020, 8:26 PM IST

Updated : Feb 4, 2020, 11:58 PM IST

রায়গঞ্জ, 4 ফেব্রুয়ারি : অন্যের সবজি বাগান থেকে পিঁয়াজ চুরির অভিযোগ । আর সেই অপবাদে সালিশিসভায় এক বৃদ্ধাকে ল্যাম্পপোস্টে বেঁধে মারধরের অভিযোগ ৷ পাশাপাশি বৃদ্ধাকে 14 হাজার টাকা জরিমানাও করা হয় । এভাবে শারীরিক ও মানসিক নিগৃত হয়ে লজ্জা আর অপমানে আত্মঘাতী হলেন ওই বৃদ্ধা । ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার কালীগঞ্জ ব্লকের মাঝিয়া এলাকায় । এই ঘটনায় অভিযোগ উঠল উপপ্রধান ননীগোপাল মণ্ডলের নামে । অপমানে আত্মঘাতী হওয়া বৃদ্ধার নাম মিনতি মণ্ডল (64) । এই ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম রামচন্দ্র দাস তার বাড়ি ঝাপইল এলাকাতে। এদিন তাকে রায়গঞ্জ আদালতে পাঠানো হলে বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। সোমবার রাতে মৃতা বৃদ্ধার মেয়ে বীণা রানি সরকারের দায়ের করা লিখিত অভিযোগে আত্মহত্যা প্ররোচনা দেওয়ার অভিযোগের পর এই গ্রেপ্তার করা হয়েছে। রামচন্দ্র দাস ছাড়াও আরও চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মৃতার মেয়ে। এদের মধ্যে সালিশি সভায় যোগ দেওয়ার জন্য উপপ্রধান ননী গোপাল মন্ডল এর নাম রয়েছে। যদিও বর্তমানে ননীগোপাল বাবু এলাকায় নেই বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই তৃণমূল এবং BJP-র মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

সালিশিসভায় বৃদ্ধাকে মারধর বা জরিমানা করার অভিযোগ অস্বীকার করেছেন BJP উপপ্রধান ননীগোপাল মণ্ডল। বুধবার সকালে কালিয়াগঞ্জ থানার মাজিয়া গ্রামে প্রতিবেশীর সবজি বাগান থেকে পিঁয়াজ চুরির অপবাদে ওই বৃদ্ধাকে ল্যাম্পপোস্টে বেঁধে মারধোর করা হয় বলে অভিযোগ। বরুণা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সমাজের ডাকা ওই সালিশিসভায় বৃদ্ধাকে নিদান দেওয়া হয় জমির মালিককে 14 হাজার টাকা জরিমানা ও চুরি করার অপরাধে সমাজকে 10 হাজার টাকা জরিমানা 4 দিনের মধ্যে দিতে হবে । বৃদ্ধার জামাইকে খবর দিলে জামাই এসে অনেক অনুরোধ করলে জরিমানা কমিয়ে মোট 14 হাজার টাকা নির্ধারিত হয় । লজ্জা আর অপমানে ঘটনার পর থেকেই বাড়ির বাইরে বের হচ্ছিলেন না বৃদ্ধা । এই ঘটনার 4 দিন পর রবিবার সকালে বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয় তাঁর ঘর থেকে ।

কালিয়াগঞ্জ থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতাল মর্গে পাঠায় ৷ খবর দেওয়া হয় বৃদ্ধার ছেলেকে । ছেলে দিল্লিতে শ্রমিকের কাজ করেন । বৃদ্ধার মেয়ে মঙ্গলবার কালিয়াগঞ্জ থানায় ঘটনার বিচার চেয়ে দ্বারস্থ হয়েছেন । কালিয়াগঞ্জ থানা সূত্রে জানা গেছে, অভিযোগ পেলেই ঘটনার তদন্ত শুরু করবে পুলিশ।

পিঁয়াজ চুরির অপবাদে সালিশি সভায় ল্যাম্পপোস্টে বেঁধে বৃদ্ধাকে মারধোরের অভিযোগ
গঙ্গারামপুরে এক উপপ্রধানের বিরুদ্ধে মহিলাদের উপর ফতোয়া জারি ও মহিলাদের মধ্যযুগীয় ভাবে শাস্তি দেওয়ার ঘটনায় রাজ্যজুড়ে তোলপাড় হচ্ছে, সেই সময় কালিয়াগঞ্জের ঘটনা নতুন করে প্রশ্ন চিহ্ন উঠল ।মৃতার মেয়ে বীণা রানি সরকার বলেন, "আমার মাকে সালিশিসভায় অপমান করায় আত্মঘাতী হয়েছে সে । আমি দোষীদের চরম শাস্তি চাই ।" মৃতার জামাই সুপদ সরকার বলেন, "আমাকে ডেকে নিয়ে সালিশিসভায় যাওয়া হয় । গিয়ে দেখি একটি ল্যাম্পপোস্ট বাঁধা রয়েছে আমার শাশুড়ি । তাকে 14 হাজার টাকা জরিমানা করা হয়েছিল। রবিবার তার ঝুলন্ত দেহ আমরা দেখতে পাই।"

অভিযোগ অস্বীকার করে ননীগোপালবাবু বলেন, "পিঁয়াজ চুরির জন্য এক মহিলাকে নিয়ে সালিশিসভা করা হয়েছে তা ঠিকই । তবে তাকে মারধর বা জরিমানা করা হয়নি ।"

Last Updated : Feb 4, 2020, 11:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details