পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চোপড়ার দোষীদের শাস্তির দাবিতে রায়গঞ্জে পথ অবরোধ ABVP-র - North Dinajpur news

পথ অবরোধের জেরে প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল রায়গঞ্জ শহরের এম জি রোডের ঘড়ি মোড় এলাকা ।

Chopra Murder case
ছবি

By

Published : Jul 20, 2020, 5:42 PM IST

রায়গঞ্জ, 20 জুলাই : চোপড়ায় মাধ্যমিক উত্তীর্ণার মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি CBI তদন্তের দাবিতে পথ অবরোধ ABVP-র । দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শনও করে তারা । রায়গঞ্জ শহরের এম জি রোডের ঘড়ি মোড় এলাকার ঘটনা । অবরোধের জেরে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল ।

গতকালের মতো যাতে নতুন করে আর কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে ঘড়ি মোড় এলাকায় ব্যাপক পুলিশ মোতায়ন করা হয় । উল্লেখ্য, গতকাল সকালে উত্তর দিনাজপুরের চোপড়া থানা এলাকায় মাধ্যমিক উত্তীর্ণা এক কিশোরীর মৃতদেহ উদ্ধার হয় । ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । ওই ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলে স্থানীয়রা । যদিও ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের কোনও প্রমাণ মেলেনি । এদিকে BJP-র তরফে বারবার অভিযোগ করা হয়, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই কিশোরীকে ধর্ষণ করেছে । এবার BJP-র পাশাপাশি ABVP-র কর্মী ও সমর্থকেরাও একই দাবি তুললেন ।

রায়গঞ্জে ABVP-র পথ অবরোধ

আরও পড়ুন : চোপড়ায় BJP-র প্রতিনিধি দলকে আটকাল পুলিশ

ABVP-র ছাত্র নেতা শুভব্রত অধিকারী জানিয়েছেন, গতকাল চোপড়াতে এক ছাত্রীকে ধর্ষন করে বিষ খাইয়ে হত্যা করেছে । যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে গ্রেপ্তারের পাশাপাশি CBI তদন্তের দাবিতে আমরা রায়গঞ্জের ঘড়ি মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছি ।"

দোষীদের শাস্তি না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারি দিয়েছেন ABVP-র ছাত্র নেতা শুভব্রত অধিকারী ।

ABOUT THE AUTHOR

...view details