রায়গঞ্জ, 20 জুলাই : চোপড়ায় মাধ্যমিক উত্তীর্ণার মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি CBI তদন্তের দাবিতে পথ অবরোধ ABVP-র । দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শনও করে তারা । রায়গঞ্জ শহরের এম জি রোডের ঘড়ি মোড় এলাকার ঘটনা । অবরোধের জেরে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল ।
গতকালের মতো যাতে নতুন করে আর কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে ঘড়ি মোড় এলাকায় ব্যাপক পুলিশ মোতায়ন করা হয় । উল্লেখ্য, গতকাল সকালে উত্তর দিনাজপুরের চোপড়া থানা এলাকায় মাধ্যমিক উত্তীর্ণা এক কিশোরীর মৃতদেহ উদ্ধার হয় । ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । ওই ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলে স্থানীয়রা । যদিও ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের কোনও প্রমাণ মেলেনি । এদিকে BJP-র তরফে বারবার অভিযোগ করা হয়, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই কিশোরীকে ধর্ষণ করেছে । এবার BJP-র পাশাপাশি ABVP-র কর্মী ও সমর্থকেরাও একই দাবি তুললেন ।