নির্দল প্রার্থীদের প্রচারে তৃণমূলের বিদ্রোহী বিধায়ক রায়গঞ্জ, 22 জুন: "নিকল পরে হে হম, খুলি সড়ক পড়, আপনা সিনা তানে। মঞ্জিল কাহা হে, রুকনা কাহা হে, উপরওয়ালা জানে। আমি করিম চৌধুরী।" বৃহস্পতিবার নির্দল প্রার্থীদের হয়ে প্রচারে বেরিয়ে এমনটাই মন্তব্য করেন ইসলামপুরের বর্ষীয়ান তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। নিজেকে আরও একবার 'বিদ্রোহী বিধায়ক' বলে চিহ্নিতও করেন তিনি।
তৃণমূল কংগ্রেসের প্রচারে যাবেন না-বলে সাফ জানান করিম সাহেব। তিনি বলেন, "ওরা আমার শত্রু পার্টি। ওরা সবাই আমার নির্বাচনের সময় আমার বিরোধিতা করেছিল। টিএমসির দিকে আমি আর নাই। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছি আমি বিদ্রোহী বিধায়ক হিসেবে আমার নির্দল প্রার্থীদের প্রচারে ঘুরে বেড়াব।" বৃহস্পতিবার ইসলামপুর ব্লকের আটডিমটিখুন্তি এলাকায় করিমপন্থী নির্দল প্রার্থীদের প্রচারে যান আব্দুল করিম চৌধুরী। তার প্রচারে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
প্রসঙ্গত, বুধবার সাংবাদিক বৈঠক ডেকে তাঁর সমর্থিত নির্দল প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি। বৃহস্পতিবারই তাঁদের হয়ে প্রচারে নেমে পড়েন করিম সাহেব। তবে তাঁর প্রকাশ্যে তৃণমূলের বিরোধিতা করায় শাসকদল যথেষ্ট বিপাকে পড়েছে ইসলামপুর এলাকায়। তৃণমূলের বিরোধিতা করায় দল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, "আমি ওগুলো পরোয়া করি না। আমি 11 বার জিতেছি, তখন তৃণমূলের জন্মও হয়নি। এখন আমার অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য জনগণ আমাকে 11 বার ভোটে জিতিয়েছে। তাই আমি জনগণের সঙ্গে আছি। কে, কী বলল শুনবেন না। আমার বিরুদ্ধে কি অ্যাকশন নেবে দেখে নেব। ইসলামপুরে স্বচ্ছ, পরিচ্ছন্ন, দুর্নীতি মুক্ত পঞ্চায়েত গড়ার জন্য নির্দল প্রার্থীদের সমর্থনে আমি এসেছি।"
আরও পড়ুন:শীর্ষনেতৃত্বের হুঁশিয়ারিকে আমল নয়, নির্দলদের হয়ে প্রচারে ইসলামপুরের বিধায়ক
যদিও এব্যাপারে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল আগেই জানিয়েছেন, উনি যা করছেন করুক। পুরো ঘটনা দলকে জানানো হয়েছে। তবে আব্দুল করিম চৌধুরীর প্রকাশ্যে তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী ময়দানে নামার ঘটনাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। নির্বাচনে তা কতখানি প্রভাব ফেলবে সেটাই দেখার।