পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুটি কিডনি বিকল, পাশে দাঁড়ালেন কাউন্সিলর - রায়গঞ্জের খবর

রায়গঞ্জের ওই যুবক শুভঙ্কর রায় গত তিনমাস আগে তার দুটো কিডনি বিকল হয়ে গিয়েছিল । কিডনি বিকল হয়ে যাওয়ার পর সংসারের একমাত্র রোজগেরে শুভংকরের মাথায় যেন বাজ পড়ে । পাশে দাঁড়ালেন কাউন্সিলর অর্ণব মণ্ডল ও পায়েল সাহা মণ্ডল । সঙ্গে আরও একটি রায়গঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন ।

raiganj news
raiganj news

By

Published : Sep 16, 2020, 9:31 PM IST

রায়গঞ্জ, 16 সেপ্টেম্বর : রায়গঞ্জে খলসি এলাকায় কিডনি বিকল হয়ে যাওয়ায় যুবকের পাশে দাঁড়ালেন পৌরসভার দুই তৃণমূল কাউন্সিলর এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা । আজ বিকেলে রায়গঞ্জের খলসি এলাকাতে ওই যুবক শুভঙ্কর রায়ের বাড়িতে গিয়ে আপাতত চিকিৎসার জন্য প্রয়োজনীয় দশ হাজার টাকার চেক দিয়ে আসেন তাঁরা । আগামীতে যদি কোন কিডনি ডোনার পাওয়া যায় সেক্ষেত্রে সমস্ত প্রতিস্থাপনের জন্য যে খরচ প্রয়োজন তা ওই দুই কাউন্সিলর এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা করবেন বলেও পরিবারের কাছে আশ্বাস দেন তাঁরা । সংবাদমাধ্যমে প্রকাশিত খবর দেখার পরেই এই উদ্যোগ নিয়েছেন বলে জানান তৃণমূল কাউন্সিলর অর্ণব মণ্ডল ।

উল্লেখ্য, রায়গঞ্জের ওই যুবক শুভঙ্কর রায় গত তিনমাস আগে তার দুটো কিডনি বিকল হয়ে গিয়েছিল । কিডনি বিকল হয়ে যাওয়ার পর সংসারের একমাত্র রোজগেরে শুভংকরের মাথায় যেন বাজ পড়ে । সাত বছরের ছেলে স্ত্রী এবং বৃদ্ধ বাবা-মাকে নিয়ে কীভাবে সংসার চালাবেন সেই চিন্তার পাশাপাশি বাড়তি চিকিৎসার খরচের চিন্তা তাঁর মাথায় জাঁকিয়ে বসেছিল । ETV ভারতে বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল । প্রতিবেদনটি পড়ার পর শুভঙ্কর রায়ের পাশে দাঁড়ানোর কথা চিন্তা ভাবনা করেন দুই তৃণমূল কাউন্সিলর এবং তাঁদের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা । সেই মোতাবেক আজ বিকেলে সরাসরি খলসি এলাকায় শুভঙ্করের বাড়িতে গিয়ে তাঁর খোঁজখবর নেন 23 ওয়ার্ডের কাউন্সিলর অর্ণব মণ্ডল ও পায়েল সাহা মণ্ডল । তাঁদের সঙ্গে আরও একটি রায়গঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন । তাঁরা জানতে বর্তমানে শুভঙ্করের সপ্তাহে ডায়ালিসিসের প্রয়োজন রয়েছে এবং মাঝে মধ্যেই থাকে নানা ধরনের ওষুধ । সে-সব বাইরে থেকে কিনতে হয় তাই আপাতত খরচের জন্য প্রয়োজনীয় দশ হাজার টাকা তাঁর হাতে চেকের মাধ্যমে প্রদান করেন ওই দুই কাউন্সিলর এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ।

এই বিষয়ে অর্ণব বাবু বলেন, "আমরা সংবাদ মাধ্যমে জানতে পারি 32 বছরের যুবক শুভঙ্কর রায়ের দুটি কিডনি বিকল হয়ে গিয়েছে এবং চরম অর্থনৈতিক সংকটে আছে । সে বিষয়টি জানতে পারার পর আমরা আজকে তার সাহায্যের জন্য এখানে এসেছি । আমি এবং আরও এক তৃণমূল কাউন্সিলর পায়েল সাহা মণ্ডল এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ওই যুবকের পাশে দাঁড়াতে আপাতত তাঁর চিকিৎসার জন্য সপ্তাহের ডায়ালাইসিস খরচ এবং অন্যান্য খরচ বাবদ 10 হাজার টাকা হাতে দিয়েছি । পাশাপাশি তাঁদেরকে বলা হয়েছে যদি তাঁরা কোনওভাবে কিডনি ডোনার ব্যবস্থা করতে পারেন সে ক্ষেত্রে যা প্রতিস্থাপন খরচ প্রয়োজন হবে তা আমরা তাঁদেরকে প্রদান করার চেষ্টা করব । একটি যুবকের এই ধরনের পরিস্থিতি থাকতে পারে না । আমরা সাহায্যের জন্য সর্বদা এগিয়ে রয়েছি ।"

ABOUT THE AUTHOR

...view details