পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

একই দিনে দুই পৃথক জায়গায় নদীর জলে তলিয়ে গেল এক বৃদ্ধা সহ এক যুবক - নদীতে মাছ ধরতে গিয়ে জলে তলিয়ে গেল যুবক

রায়গঞ্জ শহরের বন্দরঘাট এলাকায় নদীতে স্নান করতে গিয়ে আচমকাই কুলিক নদীতে তলিয়ে যান এক বৃদ্ধা।অন্য ঘটনায় ইসলামপুর থানার পন্ডিতপোতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দাড়িভির দলঞ্চা গ্রামে নদীতে মাছ ধরতে গিয়ে জলে তলিয়ে যান এক যুবক ৷

drowned in the river
নদীর জলে তলিয়ে গেল এক বৃদ্ধা সহ এক যুবক

By

Published : Jul 29, 2020, 3:23 AM IST

রায়গঞ্জ, 28 জুলাই : একই দিনে দুই পৃথক জায়গায় নদীর জলে তলিয়ে গেল এক বৃদ্ধা সহ এক যুবক। প্রথম ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের বন্দরঘাট এলাকায়। মৃত ওই বৃদ্ধার নাম আরতি দে (75), বাড়ি রায়গঞ্জ পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের দক্ষিণ বীরনগর এলাকায়। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার পন্ডিতপোতা 2 গ্রাম পঞ্চায়েতের দাড়িভির দলঞ্চা গ্রামে। মৃত ওই যুবকের নাম মহম্মদ মুন্না (20), বাড়ি ইসলামপুর থানার দাড়িভির এলাকায়।

স্থানীয়সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ পৌরসভার 23নং ওয়ার্ডের দক্ষিণ বীরনগরের বাসিন্দা আরতি দে মঙ্গলবার সকালে বন্দর শ্মশানে কুলিক নদীতে স্নান করতে গিয়েছিলেন। স্নান করতে করতে আচমকাই কুলিক নদীতে তলিয়ে যান। স্থানীয় বাসিন্দারা খবর দেয় রায়গঞ্জ থানায়। খবর পেয়ে ঘটনাস্থানে ছুটে আসেন রায়গঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয় দুর্যোগ মোকাবিলা বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থানে ছুটে আসেন দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা। প্রায় ঘণ্টা দুয়েক প্রচেষ্টায় ওই বৃদ্ধাকে উদ্ধার করা হয়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

দ্বিতীয় ঘটনাটি ইসলামপুর থানার পন্ডিতপোতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দাড়িভির দলঞ্চা গ্রামে ৷ এই গ্রামের বাসিন্দা মহম্মদ মুন্না নদীতে মাছ ধরতে যায়। নদীতে মাছ ধরতে গিয়ে জলে তলিয়ে যান তিনি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। স্থানীয় বাসিন্দারা সকাল থেকে খোঁজাখুঁজি শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থানে আসে ইসলামপুর থানার পুলিশ। খবর দেওয়া হয় দুর্যোগ মোকাবিলা বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থানে আসে দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরাও। তারা এসে নদীতে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু এখনও ওই যুবকটিকে উদ্ধার করতে পারা যায়নি।

ABOUT THE AUTHOR

...view details