রায়গঞ্জ, 26 ডিসেম্বর:বলা হয় বয়স শুধুমাত্র একটি সংখ্যা ৷ মনের ইচ্ছা থাকলে কোনও কিছুই বাধা নয় ৷ এই ধারণা যে একেবারে মিথ্যে নয় তার উদাহরণ দিলেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বীথিকা দাস ৷ মনের জোর আর অদম্য ইচ্ছাশক্তিকে পাথেয় করে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি ৷ সমাজের কাছে বার্তা দিলেন পড়াশোনার কোনও বয়স হয় না ৷ ইচ্ছা থাকলে যেকোনও বয়সে শিক্ষা অর্জন করা যায় ৷
রায়গঞ্জের চাপদুয়ার এলাকার বাসিন্দা বাথীকা দাস ৷ মা আরও ভাইয়ের সংসারে থাকেন ৷ আরও কিছু চার পেয়ে সদস্য আছে তাঁর পরিবারে ৷ তাদেরকেও নিজেই দেখভাল করেন ৷ ছোটবেলা থেকেই পড়াশোনায় আগ্রহ ছিল বীথিকার ৷ সংসারের হাল ধরতে গিয়ে প্রতিকূলতার কারণে বন্ধ হয়ে গিয়েছিল পড়াশোনা ৷ 45 বছর বয়সে দাঁড়িয়ে বাথীকা দেবী স্বপ্নপূরণের সাহসটা দেখালেন । সময় নষ্ট না করে সিদ্ধান্ত নেন উচ্চশিক্ষার জন্য স্নাতকস্তরে ভর্তি হওয়ার । সেইমত ভর্তি হন কলেজে । স্নাতক সম্পন্ন করে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি হন । সংসার সামলে প্রতিদিন নিয়ম মেনে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়েছেন ৷ গত 12 ডিসেম্বর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন বিথীকা দাস ।