পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে পুকুরে পড়ে মৃত তৃণমূল নেতা - উত্তর দিনাজপুর

তৃণমূলের রামপুরের অঞ্চল সভাপতি স্কাইলার বর্মণ বেশ রাত করেই একটি শ্রাদ্ধবাড়ি থেকে কেশুড়ায় বাড়িতে ফিরছিলেন ৷ পুলিশের তরফে মনে করা হচ্ছে, বাইকের গতি বেশি থাকায় এবং অন্ধকারে বুঝতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক সমেত পুকুরে পড়ে যান তিনি ৷ ঘটনার বেশ কিছুক্ষণ পর বিষয়টি স্থানীয়দের নজরে এলে, তারা ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে ৷

a tmc leader lost control of his bike and fell into the pond cause of death in north dinajpur
নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে পুকুরে পড়ে মৃত তৃণমূল নেতা

By

Published : Dec 6, 2020, 3:33 PM IST

রায়গঞ্জ, 6 ডিসেম্বর : পথদুর্ঘটনায় মৃত্য়ু হল তৃণমূলের অঞ্চল সভাপতির ৷ নিহত তৃণমূলের ওই নেতার নাম স্কাইলার বর্মণ ৷ শনিবার রাতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বোস্তরে একটি শ্রাদ্ধবাড়ি থেকে ফিরছিলেন তিনি ৷ সেই সময় নাজিমপুর পালপাড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে পুকুরে পড়ে যান স্কাইলার বর্মন ৷

আরও পড়ুন : লিলুয়ায় বাস দুর্ঘটনায় আহত 14

জানা গেছে, তৃণমূলের রামপুরের অঞ্চল সভাপতি স্কাইলার বর্মণ বেশ রাত করেই একটি শ্রাদ্ধবাড়ি থেকে কেশুড়ায় বাড়িতে ফিরছিলেন ৷ পুলিশের তরফে মনে করা হচ্ছে, বাইকের গতি বেশি থাকায় এবং অন্ধকারে বুঝতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক সমেত পুকুরে পড়ে যান তিনি ৷ ঘটনার বেশ কিছুক্ষণ পর বিষয়টি স্থানীয়দের নজরে এলে, তারা ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে ৷ পরে পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ৷ দেহ ময়নাতদন্তের জন্য় রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ নিছকই দুর্ঘটনা না কি অন্য় কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ ৷

নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে পুকুরে পড়ে মৃত তৃণমূল নেতা

ABOUT THE AUTHOR

...view details