রায়গঞ্জ, 29 সেপ্টেম্বর : কালিয়াগঞ্জ ব্লকের হরিহরপুর গ্রামে উদ্ধার হল ছয় ফুটের একটি কেউটে সাপ ও 15টি কেউটে সাপের বাচ্চা । সেগুলিকে উদ্ধার করে জনবসতিহীন এলাকার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে ।
কালিয়াগঞ্জে উদ্ধার 6 ফুটের কেউটে ও 15টি বাচ্চা - Raiganj
কালিয়াগঞ্জে উদ্ধার ছয় ফুট উচ্চতার একটি কেউটে-সহ 15টি কেউটে সাপের বাচ্চা । সেগুলিকে জনবসতিহীন এলাকার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে ।
আজ গ্রামের বাসিন্দা রণজিৎ দাসের নজরে পড়ে পড়ে সাপগুলি । বাড়ির রান্নাঘরে একটি ইঁদুরের গর্তে সাপগুলিকে দেখতে পান । উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিম্যালসদের সদস্যদের খবর দেওয়ার পর তাঁরা ঘটনাস্থান থেকে সাপগুলিকে উদ্ধার করেন ।
উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলসের সম্পাদক গৌতম তান্তিয়া বলেন, "বিষধর এই কেউটে সাপকে অনেকেই মাছুয়া লাদ বলে থাকেন । এগুলি জলাশয়ের ধারে সাধারণত দেখতে পাওয়া যায় । খেত-খামারে, আলের ধারে, অনেক সময় ইঁদুরের গর্তে এরা বাসা করে । সাধারণ মানুষ এখন অনেক সচেতন । সাপ দেখলেই মেরে ফেলার প্রবণতা কমেছে ।