পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনার সংক্রমণ রোধে স্যানিটাইজ়ার দিলেন রায়গঞ্জের শিক্ষক - Corona Awareness

গ্রামের মানুষকে সচেতন করতে এগিয়ে এলেন একজন স্কুল শিক্ষক । মানুষের হাতে দিলেন স্যানিটাইজ়ার ।

Teacher from Raigunj
শিক্ষক বিপ্লব মণ্ডল

By

Published : Apr 8, 2020, 2:18 PM IST

Updated : Apr 8, 2020, 2:25 PM IST

রায়গঞ্জ, 8 এপ্রিল : কোরোনা সংক্রমণ রোধে মানুষকে প্রতিনিয়ত সচেতন করে চলেছে প্রশাসন । এগিয়ে এসেছে বহু সংস্থা । এবার গ্রামের মানুষকে সচেতন করতে এগিয়ে এলেন একজন স্কুল শিক্ষক । মানুষের হাতে দিলেন স্যানিটাইজ়ার । শুধু তাই নয়, রাস্তায় চলাচল করতে থাকা দু'চাকার গাড়িগুলিতেও জীবাণুনাশক ছড়ান তিনি ।

রায়গঞ্জের 13 নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কর্ণজোড়ায় কালীবাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা বিপ্লব মণ্ডল । বাহিন প্রাথমিক স্কুলের শিক্ষক । আজ তিনি কালীবাড়ি সংলগ্ন এলাকার বাজারে আসা ক্রেতা-বিক্রেতাদের হাতে স্যানিটাইজ়ার ঢেলে দেন জীবাণুমুক্ত করার জন্য । এমনকী, রাস্তায় চলাচল করা দু'চাকার গাড়িগুলিতেও তিনি জীবাণুনাশক ছড়ান । পাশাপাশি এলাকার মানুষকে কোরোনা সম্পর্কে সচেতনতা বার্তাও দেন তিনি ।

স্কুটার স্যানিটাইজ় করছে শিক্ষক বিপ্লব মণ্ডল

স্কুল শিক্ষকের এই প্রয়াসকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী । তাঁদের মতে, সকলের মিলিত প্রয়াসেই কোরোনা সংক্রমণ রোধ করা সম্ভব ।

Last Updated : Apr 8, 2020, 2:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details