পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুঃস্থ করোনা রোগীদের বিনামূল্যে খাদ্যসামগ্রী ও ওষুধ বিতরণ রায়গঞ্জের স্বেচ্ছাসেবী সংস্থার - রায়গঞ্জে দুস্থ করোনা রোগীদের ওষুধ বিতরণ

দুঃস্থ করোনা রোগীদের বিনামূল্যে রেশন সামগ্রী ও ওষুধ দিচ্ছে রায়গঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ৷ রেশন সামগ্রীর মধ্যে রয়েছে পাঁচ কেজি চাল,পাঁচ কেজি আটা, এক কেজি করে চিনি ও মুসুরির ডাল, 15টি ডিম, তেল, সয়াবিন ও আলু । এছাড়া কিছু শুকনো খাবারও রয়েছে ।

দুস্থ করোনা রোগীদের বিনামূল্যে খাদ্যসামগ্রী ও ওষুধ বিতরণ রায়গঞ্জের স্বেচ্ছাসেবী সংস্থার
দুস্থ করোনা রোগীদের বিনামূল্যে খাদ্যসামগ্রী ও ওষুধ বিতরণ রায়গঞ্জের স্বেচ্ছাসেবী সংস্থার

By

Published : May 14, 2021, 10:20 AM IST

রায়গঞ্জ, 14 মে : রাজ্যে করোনা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে ৷ দিনে 20 হাজারের বেশি মানুষ সংক্রমিত হচ্ছে ৷ এই সংকটময় পরিস্থিতিতে করোনা আক্রান্ত দুঃস্থদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রায়গঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ৷ রেশন সামগ্রী দিয়ে তাদের সাহায্য করছে তারা ৷ করোনা আক্রান্ত বহু মানুষ টেলিফোনের মাধ্যমে ওষুধপত্র সংগ্রহ করতে পারলেও যারা ওষুধ কিনতে সমর্থ নন, এই দুঃসময়ে তাদের বিনামূল্যে ওষুধও সরবরাহ করছেন এই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা ।


প্যানডেমিকের এই কঠিন পরিস্থিতিতে আমাদের প্রত্যেকের উচিৎ প্রতিবেশীদের বিশেষ করে যারা অসমর্থ, তাদের পাশে দাঁড়ানো ৷ সমাজে এই বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা । করোনা আক্রান্ত সেইসঙ্গে অসমর্থ মানুষদের ওষুধ কিনে দেওয়ার পাশাপাশি যথাসাধ্য রেশন সামগ্রী দিয়ে সাহায্য করছেন তাঁরা । মূলত, ওষুধের চাহিদা বেশি থাকলেও প্রতিদিন দুটো থেকে তিনটে বাড়িতে লোকসংখ্যা অনুযায়ী বিনামূল্যে রেশন সামগ্রী পৌঁছে দিচ্ছেন তাঁরা ৷

আরও পড়ুন,করোনায় সামান্য স্বস্তি ; দেশে দৈনিক সংক্রমণ কমে 3.43 লাখ, মৃত 4000

রেশন সামগ্রীর মধ্যে রয়েছে পাঁচ কেজি চাল,পাঁচ কেজি আটা, এক কেজি করে চিনি ও মুসুরির ডাল, 15টি ডিম, তেল, সয়াবিন ও আলু । এছাড়া কিছু শুকনো খাবারও রয়েছে ।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details