পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mentally Challenge Youth Death : গণপিটুনিতে মৃত্যু মানসিক ভারসাম্যহীন যুবকের, গ্রেফতার 5 - Mentally Challenge Youth Death

চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু মানসিক ভারসাম্যহীন যুবকের ৷ উত্তর দিনাজপুরের করণদিঘির লাহুতার ঘটনা ৷ অভিযুক্ত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ (Mentally Challenge Youth Death) ৷

Mentally Challenge Youth Death
গণপিটুনিতে মৃত্যু মানসিক ভারসাম্যহীন যুবকের, গ্রেফতার 5

By

Published : Mar 31, 2022, 6:24 PM IST

রায়গঞ্জ, 31 মার্চ : করণদিঘির লাহুতারায় মানসিক ভারসাম্যহীন যুবককে চোর সন্দেহে পিটিয়ে খুন করার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করল করণদিঘি থানার পুলিশ । ধৃত ৫ জনকেই বৃহস্পতিবার ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে (Mentally Challenge Youth Death) ।

আরও পড়ুন:আলিপুরদুয়ারে বনকর্মীর গুলিতে হত মানসিক ভারসাম্যহীন যুবক, অভিযোগ

সূত্রের খবর, মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুরের করণদিঘি থানার লাহুতারার উত্তর কচরা গ্রামের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন যুবক জামিরুদ্দিনকে চোর সন্দেহে গণপিটুনি দেয় গ্রামের বাসিন্দারা । গুরুতর জখম অবস্থায় জামিরুদ্দিনকে প্রথমে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে অবস্থার অবনতি হওয়ায় রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎকরা জামিরুদ্দিনকে মৃত বলে ঘোষণা করেন । মৃত জামিরুদ্দিনের পরিবারের পক্ষ থেকে করণদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । মৃত জামিরুদ্দিনের পরিবারের অভিযোগে ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এরপরেই গণপিটুনির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে 5 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ (A Mentally Challenge Youth Is Beaten To Death) ।

ABOUT THE AUTHOR

...view details