রায়গঞ্জ, 22 অগাস্ট : পাওনা টাকা না দেওয়ায় ব্যক্তিকে অপহরণের চেষ্টা । ঘটনাটি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেশনের । রায়গঞ্জ GRP ও রায়গঞ্জ থানার পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয় ওই ব্যক্তিকে । আটক করা হয়েছে অপহরণকারীদের মধ্যে একজনকে । বাকিরা পলাতক । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
জানা গেছে, ইটাহারের বারিজোল গ্রামের বাসিন্দা আবেদুর রহমান গতকাল বিবি আসমিরা ও সন্তান নিয়ে সীমাঞ্জল এক্সপ্রেসে দিল্লির উদ্দেশে রওনা দেবেন বলে ঠিক করেছিলেন । ট্রেনে ওঠার আগেই কয়েকজন দুষ্কৃতী আবেদুরকে স্টেশন থেকে অপহরণ করে । আসমিরার চিৎকারে চলে আসে GRP । ততক্ষণে অবশ্য আবেদুরকে টোটোয় চাপিয়ে এলাকা ছাড়ার উদ্যোগ নিয়েছে দুষ্কৃতীরা । ধরে ফেলে GRP । দুষ্কৃতীদের মধ্যে একজনকে আটক করা হয় ।