রায়গঞ্জ, 11 এপ্রিল : কাজের সূত্রে দেশটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছেন । চেনা হয়ে উঠেছিল সবকিছুই । কিন্তু মাত্র একমাসে কোরোনার জন্য তা সবকিছুই ফের অচেনা হয়ে উঠেছে । চোখের সামনে মৃত্যুপুরীতে পরিণত হতে দেখছেন চেনা দেশটাকে । তাই যে দেশটার সঙ্গে নাড়ির সম্পর্ক সেই ভারতকে ভালো ও সুস্থ দেখতে ভারতবাসীর কাছে কাতর আবেদন জানালেন স্পেনে বসবাসকারী এক বাঙালি গবেষক । বললেন, "লকডাউনে ঘরে থাকুন, সুস্থ থাকুন ।"
স্পেনের ইন্সটিটিউট অফ ফোটোনিক সায়েন্সের গবেষক কালিয়াগঞ্জের বিশ্বজিৎ কুণ্ডু । বেশ কিছু বছর হল গবেষণার জন্য স্পেনের বার্সেলোনা শহরে থাকেন । প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছেন । জানালেন , কীভাবে মানুষের বেপরোয়া মনোভাবের ফলে শ্মশানে পরিণত হয়েছে স্পেন । প্রথমে সেখানে সরকারি স্বাস্থ্যবিধি মানেনি কেউ । মানুষের সঙ্গে অবাধে মেলামেশা করেছে । আর তারই ফলে আক্রান্তের সংখ্যা 5 হাজার থেকে পৌঁছেছে দেড় লাখে । মৃতের সংখ্যা 16 হাজারের বেশি । এরপরেও প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা ।