রায়গঞ্জ, 30 এপ্রিল : কোরোনা মোকাবিলায় সামনের সারিতে থেকে কাজ করছেন পুলিশ কর্মীরা । তাঁদের গোলাপ ও চকোলেটের প্যাকেট দিয়ে সম্মান জানাল রায়গঞ্জের কয়েকজন যুবক। আজ বিকেলে রায়গঞ্জের ঘড়ি মোড় এলাকায় পুলিশকর্মীদের সম্মান জানানো হয় ।
পুলিশ কর্মীদের গোলাপ ও চকোলেট দিল রায়গঞ্জের একদল যুবক - চকলেটের প্যাকেট
পুলিশ কর্মীদের গোলাপ ও চকোলেটের প্যাকেট দিয়ে সম্মান জানাল রায়গঞ্জের কয়েকজন যুবক।
কোরোনা মোকাবিলায় লড়াই করছেন চিকিৎসক, নার্স স্বাস্থ্যকর্মী এবং পুলিশকর্মীরা। দিনরাত নানা জায়গায় ছুটে বেড়াতে হচ্ছে পুলিশ কর্মীদের। নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও মানুষের স্বার্থে কাজ করছেন তাঁরা। তাই আজ রায়গঞ্জের কয়েকজন যুবক পুলিশ কর্মীদের সম্মান জানানোর কথা চিন্তাভাবনা করেন। তাঁরা বিকেলে ঘড়ি মোড় এলাকায় রায়গঞ্জ থানার IC সুরজ থাপা এবং অন্য পুলিশ কর্মীদের সম্মানিত করেন।
সৌরভ দাস নামে এক যুবক বলেন, "বর্তমান পরিস্থিতিতে পুলিশ কর্মীরা সামনের সারিতে দাঁড়িয়ে আমাদের জন্য কাজ করে যাচ্ছেন। এই কারণেই তাঁদের ফুল ও চকোলেটের প্যাকেট দিয়ে সম্মানিত করার চেষ্টা করেছি। "