রায়গঞ্জ, 22 মে : রাজ্যে কার্যত লকডাউন চলছে ৷ রাস্তা ঘাটে মানুষজন তেমন নেই ৷ দোকান, হোটেলে পড়েছে ঝাঁপ ৷ তাই এঁটো, উচ্ছিষ্ট খেয়ে উদরপুর্তির সুযোগটাও বন্ধ । প্রায় নাখেয়ে থাকতে হচ্ছে রাস্তায় থাকা সারমেয়র দলকে ৷ এই অবস্থায় পথের কুকুরদের খাওয়ানোর উদ্যোগ নিল রায়গঞ্জের বন্দর এলাকার একদল যুবক ৷
নীলাঞ্জন দাস, গুপীরঞ্জন প্রামাণিক, সঞ্জীব সাহা ও শুভঙ্কর সাহা ৷ বিভিন্ন বেসরকারি সংস্থায় কর্মরত তারা ৷ নিজেরা উদ্যোগ নিয়ে পথ কুকুরদের খাওয়াচ্ছেন তারা ৷ ভাত, ডাল, সয়াবিন ও মাংস রেঁধে মাঝরাতে টোটোয় চাপিয়ে পাড়ায় পাড়ায় কুকুরদের মুখে খাবার তুলে দিচ্ছেন ৷ কাগজের পাতায় করে রাস্তার কুকুরদের খাওয়ানোর উদ্যোগ নিয়েছেন তারা ।