রায়গঞ্জ, 12 এপ্রিল : মঙ্গলবার রায়গঞ্জের নির্যাতিতা দ্বিতীয় শ্রেণির ছাত্রীর বাড়িতে গেল বিজেপি বিধায়কদের চার সদস্যের এক প্রতিনিধিদল (BJP Delegation at Raiganj Victim's Home)। বিজেপির ওই প্রতিনিধি দলে ছিলেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্য সম্পাদক শঙ্কর ঘোষ, ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপ্যাধ্যায়, গাজলের বিধায়ক চিন্ময় দেববর্মন এবং গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্র নাথরায় । নির্যাতিতা ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলে বিজেপি বিধায়কদের দল ।
আরও পড়ুন :Gang Rape in Bolpur : বোলপুর গণধর্ষণ-কাণ্ডে বাবা-সহ ধৃত 4 জনের 10 দিনের পুলিশি হেফাজত
প্রসঙ্গত, রায়গঞ্জ থানা এলাকার বাসিন্দা পেশায় শ্রমিকের মেয়ে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী । রবিবার দুপুরে বাইরে বেরিয়েছিল ওই ছাত্রী ৷ তখন ওই গ্রামেরই যুবক মুজফ্ফর আলি তাকে ডেকে বিস্কুট দিতে চাইলে সে নিতে রাজি হয়নি । এরপর অভিযুক্ত ওই যুবক তাকে জোর করে বাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ (Raiganj Minor Rape)। এমনকি ওই শিশুর চোখে তেল দিয়ে দেওয়া হয় ৷ ঘটনার কথা কাউকে জানালে অভিযুক্ত গলায় ছুরি ধরে খুনের হুমকিও দেয় বলে জানায় নির্যাতিতা ৷ জোর জবরদস্তির জেরে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে বাচ্চাটির ৷
এরপর শিশুটি ছুটে বাড়িতে এসে গোটা ঘটনাটি তার মাকে জানায় । অভিযুক্ত ওই যুবকের বাড়ি গিয়ে নির্যাতিতার মা দেখেন তখনও কেবল অন্তর্বাস পরে রয়েছে অভিযুক্ত এবং বাড়ি থেকে তাকে পালিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে ৷ এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার ৷