রায়গঞ্জ, 11 জানুয়ারি : এক অজ্ঞাতপরিচয় যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার । গতরাতে ইসলামপুর থানার ধনতলা বাজার এলাকা থেকে উদ্ধার হয় । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।
পুলিশ সূত্রে জানা গেছে, গতরাতে পুলিশ ধনতলা বাজার এলাকায় টহল দিচ্ছিল । সেই সময়ে এক যুবকের দেহ উদ্ধার হয় । এখনও মৃতের পরিচয় জানা যায়নি । দেহে একাধিক জায়গায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে ।