রায়গঞ্জ, 18 নভেম্বর : অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার । রায়গঞ্জ থানার মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের দেবীতলা গ্রামের ঘটনা । পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । পুলিশি তদন্ত শুরু হয়েছে ।
অজ্ঞাতপরিচয়ের ঝুলন্ত দেহ উদ্ধার রায়গঞ্জে - রায়গঞ্জ থানা
অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য রায়গঞ্জ থানা এলাকায় । দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে । পুলিশি তদন্ত শুরু হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেবীতলা গ্রামের বাসিন্দা কানাই ঘোষের বাড়ির পাশ থেকে বেশকিছু দিন ধরে পচা গন্ধ আসছিল । আজ সকালে সেই গন্ধের হদিস পায় স্থানীয়রা । স্থানীয় পঞ্চায়েত সদস্যকে নিয়ে ঘটনাস্থানে যান । সেখানে এক ব্যক্তির পচাগলা দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান ।
খবর দেওয়া হয় রায়গঞ্জ থানার পুলিশে । পুলিশ স্থানীয়দের সহযোগিতায় দেহ উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতালে ময়নাতদন্তে পাঠায় । স্থানীয় বাসিন্দা ভোলাবাবু বলেন, "বেশ কিছুদিন ধরে দেহটি জঙ্গলের মধ্যে পড়ে ছিল । তা পচন ধরায় দুর্গন্ধ ছড়িয়েছে । মৃত ব্যক্তির এখনও পরিচয় জানা যায়নি ।"