রায়গঞ্জ, 26 মে : এক প্যাথলজি কর্মীকে খুনের ঘটনায় রায়গঞ্জ থানার এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করল পুলিশ । ধৃত ওই সিভিক ভলান্টিয়ারের নাম কুসুমউদ্দিন । রায়গঞ্জ আদালত তাকে সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় । রায়গঞ্জ থানায় সাংবাদিক বৈঠক করে গ্রেপ্তারের কথা জানান রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার যশপ্রীত সিং ।
23 মে রবিবার রায়গঞ্জ থানার চাপদুয়ার বর্মনপাড়া এলাকায় রাস্তার ধারে নয়নজুলিতে রব্বানি আলি নামে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ । ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছিল ওই যুবককে । তদন্তে নেমে পুলিশ এই খুনের ঘটনার একমাত্র অভিযুক্ত কুসুমউদ্দিনকে গ্রেপ্তার করে ।