পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Child Raped in Raiganj : শিশুকে ধর্ষণের অভিযোগ, পলাতক অভিযুক্ত যুবক - Child Raped in Raiganj

শিশুকে ধর্ষণের অভিযোগ (A Child Raped by Youth in Raiganj) ৷ রায়গঞ্জের কালিয়াগঞ্জ থানার ঘটনায় পুলিশ পকসো আইনে (POCSO Act) মামলা রুজু করেছে ৷ অভিযুক্ত যুবক ঘটনার পর থেকে পলাতক ৷

A Child Raped by Youth in Raiganj
A Child Raped by Youth in Raiganj

By

Published : Apr 19, 2022, 1:20 PM IST

রায়গঞ্জ, 19 এপ্রিল : রায়গঞ্জে ফের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ৷ স্থানীয় এক যুবকের বিরুদ্ধে অভিযোগ করেছে শিশুটির পরিবার ৷ ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ থানা এলাকায় ৷ আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ কালিয়াগঞ্জ থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে (A Child Raped by Youth in Raiganj) ৷ ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক ৷ গত পাঁচদিনে রায়গঞ্জে এমন নারকীয় অপরাধ দ্বিতীয়বার ঘটল ৷

পুলিশ সূত্রে খবর, শিশুটিকে বাড়িতে তার দিদার কাছে রেখে তার বাবা-মা কাজে গিয়েছিলেন ৷ সেই সময় অভিযুক্ত যুবক ওই বাড়িতে ফ্যান ঠিক করতে যান ৷ সেই সময় শিশুটির আশেপাশে কেউ ছিল না ৷ অভিযোগ তখনই শিশুটির উপর অত্যাচার চালায় অভিযুক্ত যুবক ৷ কিছুক্ষণ পর শিশুটির দিদা ঘরে ঢুকে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে সে ৷ বিষয়টি দেখে তিনি শিশুটির বাবা-মাকে খবর পাঠান ৷ তাঁরা এসে শিশুটিকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান ৷

আরও পড়ুন: Debra Rape: নাবালিকা ছাত্রীকে ধর্ষণ ডেবরায়, ফেরার অভিযুক্ত

সেখানে চিকিৎসকরাই জানান, শিশুটিকে ধর্ষণ করা হয়েছে ৷ তার গোপনাঙ্গে আঘাত রয়েছে বলে জানান চিকিৎসকরা ৷ এর পরেই কালিগঞ্জ থানায় অভিযোগ জানায় শিশুর বাবা-মা ৷ পুলিশ পকসো আইনে মামলা রুজু করেছে (Police Registered a Case in POCSO Act) ৷ তবে, অভিযুক্ত ঘটনার পর থেকে পলাতক ৷ তাঁর খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details