রায়গঞ্জ, 30 সেপ্টেম্বর : বন্ধুদের সাথে ক্যানেলে স্নান করতে গিয়ে জলের স্রোতে তলিয়ে গেল এক কিশোর । ঘটনাটি ডালখোলা থানার লালগঞ্জের সাহাসারা এলাকার । মৃত ওই কিশোরের নাম মহম্মদ রাহুল (11) ।
ক্যানেলের স্রোতে তলিয়ে গেল রায়গঞ্জের এক কিশোর - raiganj news
মহম্মদ রাহুলের(11) বাড়ি ডালখোলা থানার লালগঞ্জের সাহাসারা এলাকায় । পরিবার সূত্রে খবর, গতকাল দুপুরে মহম্মদ রাহুল তাঁর বন্ধুদের সাথে ওই এলাকারই একটি ক্যানেলে স্নান করতে যায় । স্নান করার সময় আচমকাই জলের স্রোতে তলিয়ে যায় ।
![ক্যানেলের স্রোতে তলিয়ে গেল রায়গঞ্জের এক কিশোর ক্যানেলের স্রোতে তলিয়ে গেল রায়গঞ্জের এক কিশোর](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:09:56:1601473196-wb-ndin-01-death-in-the-stream-of-water-wb10021-30092020164744-3009f-1601464664-1065.jpg)
মহম্মদ রাহুলের বাড়ি ডালখোলা থানার লালগঞ্জের সাহাসারা এলাকায় । পরিবার সূত্রে খবর, গতকাল দুপুরে মহম্মদ রাহুল তাঁর বন্ধুদের সাথে ওই এলাকারই একটি ক্যানেলে স্নান করতে যায় । স্নান করার সময় আচমকাই জলের স্রোতে তলিয়ে যায় । অনেক খোঁজাখুঁজি করলেও তাঁকে পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থানে আসেন ডালখোলা থানার পুলিশ । পুলিশের সহযোগিতায় পরে রায়গঞ্জ থেকে বোট নামালেও সন্ধ্যা হয়ে যাওয়ায় তাঁর খোঁজ পাওয়া যায়নি ।
আজ সকালে আবার বোট নামানোর পাশাপাশি ডুবুরিও নামানো হয় । অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর রাহুলের মৃতদেহটি উদ্ধার হয় । ময়না তদন্তের জন্য রাহুলের মৃতদেহটি ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় । ওই কিশোরের মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমেছে এলাকায় ।