গোয়ালপোখর, 23 অগাস্ট : গলা কাটা দেহ উদ্ধার দেনীপার গ্রামে ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে গোয়ালপোখর থানার পুলিশ ৷ এই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ ৷ মৃত যুবকের নাম জাকির হোসেন ৷ বয়স 32 ৷ গোয়ালপোখর থানার গতিগ্রাম পঞ্চায়েতের বেদবাড়ি এলাকার বাসিন্দা ৷
জাকিরের বাড়ি থেকে দু'কিলোমিটার দূরে তাঁর গলা কাটা অবস্থায় দেহ উদ্ধার হয় ৷ পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় এক ব্যক্তির কাছে বকেয়া টাকা পেতেন জাকির ৷ সেইমতো টাকা চাইতে গিয়েছিলেন গতকাল বিকেলে ৷ টাকা দেওয়ার নাম করে জাকিরকে অন্যত্র নিয়ে যায় ওই ব্যক্তি ৷ তারপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি জাকিরের ৷