রায়গঞ্জ, 25 এপ্রিল :অবশেষে করণদিঘির অনগ্রসর সম্প্রদায়ভুক্ত ছাত্র-ছাত্রীদের রাজ্য সরকারের দেওয়া স্কলারশিপের টাকা আত্মসাতের মূল চক্রী মাহাতাবুদ্দিনকে গ্রেফতার করল করণদিঘি থানার পুলিশ। তার বাড়ি থেকে সোমবার পুলিশ মাহাতাবুদ্দিনকে গ্রেফতার করে (a accused arrested on Embezzlement Scholarship money from students) ।
করণদিঘির সাবধান এলাকার বাসিন্দা মাহাতাবুদ্দিন তার নিজের নামে বিভিন্ন ব্যাঙ্কে অ্যাকাউন্ট বানিয়ে এসসি, এসটি ও ওবিসি সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের কাস্ট সার্টিফিকেট ব্যবহার করে তাদের স্কলারশিপের টাকা হাতিয়ে নিচ্ছিলেন বলে অভিযোগ। তিনি এই কাজে একা নন,এই কাণ্ডে জড়িয়ে আছে তার তিন ভাই হায়াত আলি, হুমায়ুন কবীর, সারজাহান আলি-সহ একাধিক ব্যক্তি বলে অভিযোগ। এই ব্যক্তিদের বিরুদ্ধে ইতিমধ্যেই করণদিঘি থানার আইসি এবং বিডিওকে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন স্থানীয় মানুষজন।
ঘটনার প্রকৃত তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে শুক্রবার উত্তর দিনাজপুরের জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানান এলাকাবাসীরা। তার পরেই জেলা প্রশাসন রবিবার বিকেলে পুলিশের কাছে মাহাতাবুদ্দিন-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। আর এদিন করণদিঘি থানার পুলিশ মাহাতাবুদ্দিনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।