পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউন অমান্য, 95 জনকে গ্রেপ্তার ইসলামপুর পুলিশের - লকডাউন না মানায় 95 জনকে গ্রেপ্তার করল ইসলামপুর পুলিশ

লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল ইসলামপুর জেলা পুলিশ । লকডাউন উপেক্ষা করে নানান অজুহাতে বাইরে করা হচ্ছে গ্রেপ্তার ৷ এমনকী, মোটরবাইক, গাড়িও বাজেয়াপ্ত করছে পুলিশ ।

95 people arrested by islampur police for not obeying lockdown in north dinajpur
লকডাউন না মানায় 95 জনকে গ্রেপ্তার করল ইসলামপুর পুলিশ

By

Published : Apr 13, 2020, 7:11 PM IST

ইসলামপুর, 13 এপ্রিল : লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল ইসলামপুর জেলা পুলিশ । লকডাউন উপেক্ষা করে নানা অজুহাতে বাইরে বেরলেই করা হচ্ছে গ্রেপ্তার ৷ এমনকী, মোটরবাইক, গাড়িও বাজেয়াপ্ত করছে পুলিশ । এখনও পর্যন্ত জেলা পুলিশের বিভিন্ন থানা এলাকা থেকে মোট 95 জনকে গ্রেপ্তার করেছে ইসলামপুর জেলা পুলিশ ৷

লকডাউন মেনে চলার জন্য বারবার আবেদন করে চলেছে কেন্দ্র ও রাজ্য সরকার । কিন্তু তা সত্ত্বেও কিছু মানুষ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে লকডাউন অমান্য করে নানা অজুহাতে রাস্তায় বেরিয়ে পড়ছেন । তাই এবার কড়া পদক্ষেপ করল ইসলামপুর জেলা পুলিশ । লকডাউন না মানার অপরাধে এখনও পর্যন্ত 95 জনকে গ্রেপ্তার করেছে তারা ।

ইসলামপুরের পুলিশ সুপার শচীন মাক্কার বলেন , "21টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে । যদিও এখনও পর্যন্ত কাউকেই স্পট ফাইন করেননি পুলিশকর্মীরা ।"

তাঁর কথায়, "এখনও পর্যন্ত 95 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । 27 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে । আগামীতে লকডাউন উপেক্ষা করে রাস্তায় বেরলেই আরও কড়া পদক্ষেপ করা হবে ৷ "

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details