রায়গঞ্জ, 10 জুন : শরিকি জমির বিবাদ ঘিরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ । দক্ষিণ দিনাজপুরের সোনাপুর গ্রাম পঞ্চায়েতের মায়াভিটা গ্রামের এই ঘটনায় গুরুতর জখম দুই পরিবারের নয়জন । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় চোপড়া থানার পুলিশ । জখমদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ।
ওই গ্রামেরই বাসিন্দা দুই শরিকি ভাই গোলাম মোস্তাফা ও জহিরুল ইসলাম । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁদের মধ্যে আড়াই বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল । আজ সকালে গোলাম মোস্তাফা ওই জমিতে চাষ করতে গেলে জহিরুল ইসলাম তাঁর লোকজন নিয়ে মোস্তাফাকে চাষের কাজে বাধা দেয় । সেইসময় দুই পক্ষের মধ্যে বচসা বাধে । এরপর কথায় কথা বাড়লে শুরু হয় হাতাহাতি । একে অপরকে লাঠি, বাঁশ, লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে । সংঘর্ষে দুই পক্ষের মোট নয়জন গুরুতর জখম হন । তাঁদের ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভরতি করা হয় । ঘটনাস্থানে যায় চোপড়া থানার পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ঘটনার তদন্ত শুরু হয়েছে।