রায়গঞ্জ, 2 মার্চ: চরম অনিশ্চিয়তার মধ্যে উত্তর দিনাজপুর জেলার 72টি বিদ্যালয় (Schools in North Dinajpur on verge to close) । নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির অভিযোগ, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে কর্পোরেটের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে। তারই অঙ্গ হিসেবে এই সমস্ত সরকারি বিদ্যালয়গুলি তুলে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে । তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির দাবি, ছাত্রসংখ্যা কম থাকার কারণে ভুগতে থাকা বিদ্যালয়গুলিকে চিহ্নিত করা হয়েছে । কীভাবে ছাত্রসংখ্যা বৃদ্ধি করা যায়, সে বিষয়গুলি সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা বিদ্যালয় পরিদর্শক জানিয়েছেন, রাজ্য সরকারের কাছে তারা রিপোর্ট দিয়েছেন। রাজ্য সরকার যে সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী তিনি পদক্ষেপ গ্রহণ করবেন।
উল্লেখ্য, সরকারি প্রাথমিক এবং জুনিয়র হাইস্কুলের ছাত্রসংখ্যা ক্রমশই তলানিতে এসে ঠেকেছে। রাজ্যে 8 হাজার 301টি প্রাথমিক এবং জুনিয়র হাইস্কুলকে চিহ্নিত করা হয়। এই সমস্ত বিদ্যালয়ে ছাত্রসংখ্যা তিরিশেরও কম। যার মধ্যে উত্তর দিনাজপুর জেলায় রয়েছে 72টি স্কুল। এর মধ্যে প্রাথমিক 35, জুনিয়র হাইস্কুল 37টি । রাজ্য শিক্ষা দফতর এই বিদ্যালয়গুলির ছাত্রসংখ্যা কেন কম, সেই বিষয়গুলি জানতে চেয়েছে।
ছাত্রসংখ্যা কম হওয়ার কী কী কারণ রয়েছে তাও রিপোর্টে উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে এই নির্দেশ আসার পরই তিনি তার রিপোর্ট রাজ্য শিক্ষা দফতরের কাছে পেশ করেছেন। রাজ্য শিক্ষা দফতর এই রিপোর্ট পাঠানোর পরই শিক্ষক মহলে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ছাত্রের অভাবে বিদ্যালয়গুলি বন্ধ হয়ে যাওয়া আশংকা করা হচ্ছে ৷ এর জেরে সেই সমস্ত বিদ্যালয়ে শিক্ষকদের অন্যত্র বদলি করা হবে। হাতে গোনা কয়েকজন ছাত্রকে পাশের বিদ্যালয়ে ভরতি করে দেওয়া হবে।