রায়গঞ্জ, ১৪ মার্চ : মধুচক্র চালানোর অভিযোগে আটক সাত। ঘটনাটি উত্তর দিনাজপুরের ইটাহার থানার বটতলা মোড়ের। মূল অভিযুক্ত অনিল বসাক পলাতক।
বাড়িতে মধুচক্র, আটক ৭; পলাতক বাড়ি মালিক - রায়গঞ্জ
মধুচক্র চালানোর অভিযোগে আটক সাত। ঘটনাটি উত্তর দিনাজপুরের ইটাহার থানার বটতলা মোড়ের। মূল অভিযুক্ত অনিল বসাক পলাতক।
![বাড়িতে মধুচক্র, আটক ৭; পলাতক বাড়ি মালিক](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2694654-239-f827ea45-f822-4e18-84ee-80a69d0db891.jpg)
স্থানীয়দের অভিযোগ, অনিল বসাক বাড়িতে ছোটো ছোটো ঘর তৈরি করে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা চালাত। অভিযোগ পেয়ে আজ দুপুরে অনিলের বাড়িতে অভিযান চালায় ইটাহার থানার পুলিশ। আটক করা হয় দু'জন কলেজ ছাত্রী, একজন স্কুল ছাত্রী, এক গৃহবধূ ও তিন যুবককে। যদিও পালিয়ে যায় অনিল।
স্থানীয় বাসিন্দা ভক্তসূত্র কর্মকার বলেন, "ওই বাড়িতে দীর্ঘদিন ধরে দেহব্যবসা চালিয়ে আসছিল অনিল। এর আগেও একবার পুলিশ এসে তার বাড়িতে অভিযান চালায়। অনিলকে সেইসময় আটক করা হয়েছিল। তারপর কিছুদিনের জন্য এই ব্যবসা বন্ধ ছিল। ফের সে এই ব্যবসা শুরু করে। আজ পুলিশ এসে সাত জনকে ধরে নিয়ে গেছে।"