রায়গঞ্জ, 7 অগাস্ট : কোরোনা মোকাবিলায় প্রথম সারির অন্যতম হলেন পুলিশকর্মীরা ৷ কর্তব্য পালন করতে গিয়ে নিজেরাই আক্রান্ত হয়েছিলেন ৷ কোরোনা চিকিৎসার পর সুস্থ হয়ে আজ কাজে যোগ দিলেন 2 আধিকারিক ও 5 জন সিভিক ভলান্টিয়ার ৷ রায়গঞ্জ থানা এলাকার ঘটনা ৷ আজ এই 7 কোরোনা যোদ্ধাকে সহকর্মীরা ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে অভিনন্দন জানান ৷ করতালি দিয়ে উৎসাহ দিলেন ৷
ইতিমধ্যে রায়গঞ্জ থানায় 18 জন আক্রান্ত হয়েছেন ৷ তার মধ্যে আজ 7 জন দীর্ঘদিন পর কাজে যোগ দেন ৷ কাজে যোগ দেওয়ার আগে তাঁদের হাতে তুলে দেওয়া হল ফুলের তোড়া, মিষ্টির প্যাকেট । তার পাশাপাশি এক এক জন পুলিশকর্মী থানায় প্রবেশ করতেই সমস্ত সহকর্মীরা করতালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন ৷ তারা থানায় প্রবেশ করা পর্যন্ত করতালি চলতে থাকে । দৃশ্যটি দেখে খুব স্বাভাবিকভাবেই অত্যন্ত খুশি হন কোরোনাজয়ী পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়াররা । IC সুরাজ থাপা কোরোনাজয়ী পুলিশকর্মীদের উন্নতমানের মাস্ক দিয়েছেন ৷