রায়গঞ্জ, 23 অক্টোবর:কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী 'বয়রা মা'য়ের পুজো (Bayera Kali Puja) শতাধিক বর্ষ প্রাচীন ৷ এই পুজোয় শোল, বোয়াল-সহ পাঁচ রকমের মাছ ও পাঁচ রকমের সবজি দিয়ে দেবীর ভোগ তৈরি হয় । দীপাবলির অমাবস্যায় বয়রা কালীমাতার পুজোকে ঘিরে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে কালিয়াগঞ্জ শহরে (Kaliaganj Kali Temple)।
টিনের চালা আর বাঁশের বেড়ার মন্দির থেকে আজ বিশালাকার মন্দির তৈরি হয়েছে কালিয়াগঞ্জে । মৃণ্ময়ী মূর্তির বদলে দেবীর অষ্টধাতুর মূর্তি বসেছে । দীপাবলির রাতে কালীর সারা অঙ্গজুড়ে থাকে সোনার অলঙ্কার । মানত পুরণের আশায় হাজার হাজার ভক্ত পুজো দিতে আসেন বয়রা মায়ের কাছে ।
কথিত আছে, শ্রীমতি নদী দিয়ে বড় বড় নৌকা আর বজরা নিয়ে দূর দূরান্ত থেকে বাণিজ্য করতে আসতেন বণিকরা । তাঁরা নৌকা নোঙর করে বিশ্রাম নিতেন নদীর ধারের জঙ্গলে । সেখানেই বয়রা গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন এক বণিক ৷ ওখানেই মূর্তি দিয়ে কালীপুজো করার জন্য দেবীর স্বপ্নাদেশ পান তিনি ৷ সেই বয়রা গাছের তলায় প্রথম পুজো শুরু হয় উত্তরবঙ্গের কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী কালীমন্দির "বয়রা কালীবাড়ি"র । পরবর্তীতে কালিয়াগঞ্জের বাসিন্দারা সেই জঙ্গল পরিস্কার করে তৈরি করেন বাঁশ ও মাটির মন্দির ।