রায়গঞ্জ, 23 অগস্ট : রেল লাইনে বসে ভিডিও গেম খেলার মাসুল দিল চারটি প্রাণ ৷ গতকাল গভীর রাতে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের ধুমডাঙ্গি কনাগছ এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে গেল চারটি দেহ ৷
স্থানীয় বাসিন্দাদের দাবি, এই দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, গতকাল রাতে ওই এলাকার কয়েকজন কিশোর রেললাইনের উপর বসে একমনে ভিডিও গেম খেলছিলেন ৷ ওই লাইন দিয়ে যে ট্রেন আসছে, তা খেয়াল করেননি কেউই ৷ কিছু বুঝে ওঠার আগেই চারজনের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। রেল লাইনের উপরে ছড়িয়ে ছিটিয়ে থাকে তাঁদের দেহাংশ। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পড়ে রয়েছে জুতো, মোবাইল, হেডফোন সহ অন্যান্য সরঞ্জাম। মৃতদের নাম রাহুল সিং (17), রাহুল সিংহ (16), সৌরভ সিং (18) ও প্রশান্ত সিং (19) ৷