রায়গঞ্জ, 20 নভেম্বর : রায়গঞ্জ পুলিশ জেলার দু'টি পৃথক থানা এলাকা থেকে প্রায় 5 লাখ টাকার ব্রাউন সুগার-সহ 4 জন মাদক কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ । এদের মধ্যে তিনজনকে রায়গঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করেছে । অন্য একজনকে করণদিঘী থানার পুলিশ আধিকারিকরা গ্রেপ্তার করেছেন । পুলিশ সূত্রে খবর, রায়গঞ্জ পুলিশ জেলার বিভিন্ন এলাকায় ব্রাউন সুগারের রমরমিয়ে কারবার চলছে । অভিযান চালিয়েও এই কারবার রোখা সম্ভব হচ্ছে না ।
রায়গঞ্জে বাজেয়াপ্ত 5 লাখ টাকার ব্রাউন সুগার, ধৃত 4
ধৃতরা কীভাবে এত পরিমান ব্রাউন সুগার পেয়েছে সেই বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ ও করণদিঘী থানার পুলিশ ।
গতরাতে গোপন সূত্রে খবর পেয়ে কুলিক ফরেস্ট এলাকা থেকে যে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃত তিনজনের নাম অসিত সরকার, ভীম সাহা ও শেখ মুন্না । ধৃতদের বাড়ি যথাক্রমে রায়গঞ্জ পুলিশ থানা এলাকার দেবীনগর, রবীন্দ্রপল্লী এবং শক্তিনগর এলাকায় । এদের থেকে মোট 72.335 গ্রাম ব্রাউন সুগার পাওয়া গেছে । তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ । অন্যদিকে গতকাল একটি মোটর বাইকে চেপে রায়গঞ্জ থানা এলাকার অভিজিৎ সাহা নামে এক যুবক 15 গ্রাম ব্রাউন সুগার-সহ ধরা পড়ে করণদিঘী থানার পুলিশের হাতে । তার বিরুদ্ধেও নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে । ধৃতরা কীভাবে এত পরিমান ব্রাউন সুগার পেয়েছে সেই বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে দুই থানা । এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়েও খোঁজখবর নিচ্ছে পুলিশ ।
মাদক উদ্ধারের বিষয়ে রায়গঞ্জের পুলিশ জেলার সুপার সুমিত কুমার বলেন, "আমরা কোনওভাবেই রায়গঞ্জ পুলিশ জেলার কোন থানায় এলাকায় মাদকের কারবারিদের স্বস্তিতে থাকতে দেব না । কোনওভাবেই এই কারবারিরা যাতে যুব সম্প্রদায়কে শেষ করে না দেয় সে বিষয়ে নজর রাখা হবে । আমরা সবসময় সজাগ রয়েছি ।"