পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মেটিয়াব্রুজে আটকে উত্তর দিনাজপুরের 381 জন, আর্তি সাহায্যের - corona

উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকা থেকে মেটিয়াব্রুজে কাজ করতে এসেছিলেন 381 জন যুবক । প্রত্যেকেই দুস্থ । লকডাউনের কারণে বাড়ি ফিরতে পারছেন না ।

labour
শ্রমিক

By

Published : Apr 18, 2020, 3:35 PM IST

রায়গঞ্জ, 18 এপ্রিল: লকডাউনের জেরে কলকাতার মেটিয়াব্রুজে আটকে পড়েছেন উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকা থেকে কাজ করতে আসা 381জন যুবক । ইচ্ছা থাকলেও বাড়ি ফিরতে পারছেন না তাঁরা। প্রত্যেকেরই দিন আনি দিন খাওয়া অবস্থা । চরম সমস্যার মধ্যে রয়েছেন তাঁরা । ঠিকঠাক মতো খাবার জুটছে না। অভিযোগ এখনও পর্যন্ত পাননি সরকারি সাহায্যও ।

বারবার স্থানীয় প্রশাসনের শরণাপন্ন হলেও কোনওরকমের সাহায্য পাচ্ছেন না বলে অভিযোগ । বারবার সাহায্যের আর্তি জানিয়েছেন ওই যুবকরা । এরপরেও যদি কোনও কাজ না হয় তবে আগামীতে বাইরে বেরিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন । আটকে পড়া 381জন যুবকদের মধ্যে প্রত্যেকেই এসেছিলেন উত্তর দিনাজপুরের চোপড়া, গোয়ালপুকুর, ইসলামপুর, চাকুলিয়া, রায়গঞ্জ ব্লকের বিভিন্ন জায়গা থেকে । কলকাতার মেটিয়াব্রুজ এলাকায় কাজ করতেন তাঁরা । তাঁদের মধ্যে কেউ এলাকার রিকশাচালক । কেউ বা দিনমুজুর হিসেবে কাজ করতেন । কিন্তু লকডাউন শুরু হওয়ার পর থেকেই আর্থিক অনটন শুরু হয় তাঁদের । রোজগার নেই । তাই খাবার জোটাতে পারছেন না ।

বারবার এই বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে সাহায্য প্রার্থনা করেও কোনওরকম সাহায্য পাননি বলে অভিযোগ । এই বিষয়ে স্থানীয় থানা ও বিধায়কের শরণাপন্ন হওয়া সত্ত্বেও কোনও কিছুই হয়নি । খাবারের অভাবে বাইরে বেরোলেও পুলিশের চমকানিতে ফের ঘরে ঢুকে যেতে হচ্ছে তাঁদের । ফলে কোনওভাবেই সুবিধে হচ্ছে না । তাঁদের কথায়, দিল্লির মতো ঘটনা মেটিয়াব্রুজে কোনওভাবেই ঘটাতে চান না তাঁরা । তবে অবস্থা একইরকম থাকলে আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়াড়ি দিয়েছেন । আটকে পড়া এক যুবক মহঃ মনোয়ার আলম বলেন, "লকডাউনের পর থেকেই দীর্ঘদিন ধরেই আমরা চরম সমস্যায় পড়েছি । স্থানীয় প্রশাসন কোনও সাহায্য করছে না । কীভাবে আমরা বেঁচে থাকব তাই নিয়েই চিন্তায় আছি ।"

ABOUT THE AUTHOR

...view details