রায়গঞ্জ, 15 মে : হাওড়ার রেড জ়োন থেকে 35 জন শ্রমিক এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পালিয়ে যান ৷ উত্তর দিনাজপুরের ইসলামপুরের জীবন মোড় এলাকার ঘটনা ৷
স্থানীয় বাসিন্দারা লরিটিকে আটকে রেখে ইসলামপুর থানার পুলিশকে খবর দেন ৷ এরপর পুলিশ এসে লরিটিকে আটক করে । জানা গেছে, হাওড়ার একটি রং কম্পানিতে ইসলামপুরের বিভিন্ন এলাকার 35 জন বাসিন্দা কাজ করতেন । লকডাউনের জেরে কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েন তাঁরা । কারখানার মালিক লরি ঠিক করে তাঁদের বাড়িতে পাঠিয়ে দেন ।