পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন ৩ ব্যক্তি - রায়গঞ্জ

কোরোনামুক্ত তিন রোগী। উত্তর দিনাজপুরের কোভিড হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তাঁরা।

Raiganj covid hospital
Raiganj covid hospital

By

Published : Jun 6, 2020, 5:59 PM IST

রায়গঞ্জ, ৬ জুন: উত্তর দিনাজপুরে একদিনে কোরোনামুক্ত তিন রোগী। সুস্থ ওই ৩ ব্যক্তিকে পুষ্প স্তবক ও মিষ্টির প্যাকেট দিয়ে সংবর্ধনা জানানো হয়।

জানা গিয়েছে সুস্থরা সকলেই উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর নিজের বাড়িতে ১৪ দিন হোম কোয়ারানটিনে থাকার পরামর্শ দেন জেলা স্বাস্থ্য আধিকারিক।

এনিয়ে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ কোভিড হাসপাতাল থেকে মোট 37 জন কোরোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। রায়গঞ্জ কোভিড হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কোরোনা মুক্ত রোগীরা।

অপরদিকে ধীরে ধীরে কোরোনা আক্রান্ত রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার ফলে কোরোনা আতঙ্ক থেকে ধীরে ধীরে স্বস্তি পাচ্ছে উত্তর দিনাজপুর জেলাবাসী।

ABOUT THE AUTHOR

...view details