পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লক্ষাধিক টাকার ব্রাউন সুগারসহ গ্রেপ্তার 3 - রায়গঞ্জ

লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার তিন। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের ঘটনা।

3 men arrested with brown sugar
3 men arrested with brown sugar

By

Published : Jun 14, 2020, 5:41 AM IST

রায়গঞ্জ, 13 জুন: ব্রাউন সুগার ও আফিম সহ গ্রেপ্তার তিন। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের ইটাহার থানা এলাকার ঘটনা। জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও ইটাহার থানার পুলিশের যৌথ উদ্যোগে গ্রেপ্তার করা হয় তাদের। ধৃতদের নাম আবদুল মিঞা, শাহিম খান ও রশিদুল ইসলাম। জানা গিয়েছে, ধৃতরা প্রত্যেকেই আলিপুরদুয়ারের বাসিন্দা।

পুলিশ সূত্রের খবর, ধৃতদের কাছ থেকে 250 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। যার আনুমনিক বাজারমূল্য প্রায় 4 থেকে 5 লাখ টাকা। আটক করা হয় একটি ইনোভা গাড়িও।

গোপন সূত্রে খবর পেয়ে, জেলার বিভিন্ন জায়গায় 34 ও 31 নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং বসায় পুলিশ। শনিবার গভীর রাতেই ইটাহার থানা এলাকার নাকা পয়েন্টে একটি ইনোভা গাড়ি থামায় কর্মরত পুলিশেরা। গাড়ির মধ্যে থাকা তিনজনকে জিজ্ঞাসাবদ করা হয়। কোনো সদুত্তর না মেলায় গাড়িতে তল্লাশি চালানো হয়। সেই সময় গাড়ির সিটের নিচ থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার। এরপরেই ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনুপম সিং বলেন, "ইটাহার থানার বৈদরা এলাকায় 34 নম্বর জাতীয় সড়কে পুলিশের নাকা চেকিংয়ে ওই ইনোভা গাড়িতে তল্লাশি চালানো হয়। সেই সময়ই গাড়ির সিটের নিচ থেকে 250 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় শাহিম খান, রশিদুল ইসলাম, আবদুল মিঞা নামের মাদক পাচারকারীদের। ধৃতদের শনিবার রায়গঞ্জ আদালতে তোলা হলে বিচারক তাদের সাত দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।"

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, পাচারকারীরা নদিয়ার কৃষ্ণনগর থেকে আলিপুরদুয়ারের জয়গাঁর দিকে যাচ্ছিল।

ABOUT THE AUTHOR

...view details