পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইসলামপুরে পথ দুর্ঘটনায় বিজেপি নেতাসহ মৃত 3 - 3 killed in road accident

স্থানীয় সূত্রে খবর, ইসলামপুরের ক্ষুদিরামপল্লির বাসিন্দা বিজেপি নেতা তথা ইসলামপুর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর অয়ন চন্দ্র, রাহুল ঘোষ ও জয় গোপাল দত্ত একটি গাড়ি করে শিলিগুড়ি গিয়েছিলেন । শিলিগুড়ি থেকে তারা ইসলামপুরে ফিরছিলেন । ইসলামপুর থানার তুঁতবাগান এলাকায় 31 নম্বর জাতীয় সড়কের ধারে একটি লরি দাঁড়িয়েছিল । শিলিগুড়ি থেকে ফেরার পথে ইসলামপুরে তুঁতবাগান এলাকায় ওই লরির পিছনে তাঁদের গাড়িটি ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় এই তিনজনের ।

ইসলামপুরে পথ দুর্ঘটনায় মৃত 3
ইসলামপুরে পথ দুর্ঘটনায় মৃত 3

By

Published : May 31, 2021, 7:36 AM IST

Updated : May 31, 2021, 9:06 AM IST

ইসলামপুর, 31 মে : ইসলামপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বিজেপি নেতার । তিনি ইসলামপুর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর অয়ন চন্দ্র । ঘটনায় আরও দুইজনের মৃত্য়ু হয়েছে । তারা শিলিগুড়ি থেকে বাড়ি ফিরছিলেন বলে খবর । সেইসময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা মারে গাড়িটি । ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার তুঁতবাগান এলাকায় 31 নম্বর জাতীয় সড়কে ।

স্থানীয় সূত্রে খবর, ইসলামপুরের ক্ষুদিরামপল্লির বাসিন্দা বিজেপি নেতা তথা ইসলামপুর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর অয়ন চন্দ্র, রাহুল ঘোষ ও জয় গোপাল দত্ত একটি গাড়ি করে শিলিগুড়ি গিয়েছিলেন । শিলিগুড়ি থেকে তারা ইসলামপুরে ফিরছিলেন । ইসলামপুর থানার তুঁতবাগান এলাকায় 31 নম্বর জাতীয় সড়কের ধারে একটি লরি দাঁড়িয়েছিল । শিলিগুড়ি থেকে ফেরার পথে ইসলামপুরে তুঁতবাগান এলাকায় ওই লরির পিছনে তাঁদের গাড়িটি ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় এই তিনজনের । গুরুতর আহত অবস্থায় গাড়ির চালককে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় ।

আরও পড়ুন :3 জুন কেরলে ঢুকবে বর্ষা, আগামী 5 দিন উত্তর-পূর্বে প্রাক বর্ষার পূর্বাভাস

পুলিশ এসে মৃতদেহগুলিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় । খবর পেয়ে হাসপাতালে আসেন ইসলামপুর পৌরসভা প্রশাসক কানাইয়ালাল আগরওয়াল । স্বাভাবিকভাবেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷

Last Updated : May 31, 2021, 9:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details