পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কালিয়াগঞ্জে ভেজাল তেলমিল, আটক 2 - raiganj news

কালিয়াগঞ্জের তরঙ্গপুর এলাকার ওই ভেজাল তেলের মিলে অভিযান চালায় কালিয়াগঞ্জ থানা পুলিশ এবং এনফোর্সমেন্ট বিভাগ । হাতেনাতে তেলমিলের মালিক ও তাঁর সহযোগীকে আটক করা হয় । 251 টি তেলের ব্যারেল বাজেয়াপ্ত করেছে পুলিশ ।

raiganj
raiganj

By

Published : Jun 15, 2020, 2:18 AM IST

রায়গঞ্জ, 14 জুন : ভেজাল তেল বাজেয়াপ্ত করতে ফের অভিযান চালাল রায়গঞ্জ পুলিশ । মূলত, কালিয়াগঞ্জ থানা এবং এনফর্সমেন্ট ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয় । 251 টি ভেজাল তেলের কৌটো বাজেয়াপ্ত করা হয় । দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ । তদন্তকারীদের একাংশের দাবি, মূলত বিভিন্ন নামী কম্পানির ব্র্যান্ড জাল করে ভেজাল সরষের তেল তৈরি করা হত । তদন্ত শুরু করেছে পুলিশ ।

আজ বিকেলে কালিয়াগঞ্জের তরঙ্গপুর এলাকার ওই ভেজাল তেলের মিলে অভিযান চালায় কালিয়াগঞ্জ থানা পুলিশ এবং এনফোর্সমেন্ট বিভাগ । DSP গোবিন্দ সিকদারের নেতৃত্বে এই অভিযান চালায় পুলিশ । দীর্ঘদিন ধরে নানা ধরনের তেলের নাম জাল করে ভেজাল তেল তৈরি করা হত বলে অভিযোগ উঠেছে । গোপন সূত্রে খবর পেয়ে , আজ অভিযান চালায় পুলিশ । সেখানেই হাতেনাতে তেলমিলের মালিক ও তাঁর সহযোগীকে আটক করা হয় । 251 টি তেলের ব্যারেল বাজেয়াপ্ত করেছে পুলিশ ।

বাজেয়াপ্ত তেলে কী কী ধরনের উপাদান মেশানো হত তা পরীক্ষা করার জন্য পাঠানো হবে ল্যাবে । ভেজাল তেলের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে বলে জানিয়েছেন রায়গঞ্জ পুলিশ জেলার শীর্ষ আধিকারিকরা ।

এই বিষয়ে রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার বলেন, “আমরা ভেজাল তেলের বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়েছি । বেশ কিছুদিন এই তেল বিক্রি বন্ধ ছিল । তবে আবার চালু হওয়ায় আমরা অভিযান চালিয়ে সমস্যাটা বন্ধ করার চেষ্টা করছি।”

ABOUT THE AUTHOR

...view details