পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রায়গঞ্জ সংশোধনাগার থেকে প্যারোলে মুক্তি 25 বন্দি - raiganj district police

মুক্ত সংশোধনাগারে 26 জন আসামী রয়েছেন। নির্দেশ এসেছে প্রত্যেকেই তিন মাসের জন্য প্যারোলে মুক্তি দেওয়ার। গত পরশু সকলের কোভিড টেস্ট করানো হয়েছে। 26 জনের মধ্যে 25 জনের রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ বাকি একজনের করোনা ধরা পড়েছে ৷ এই অবস্থায় সকলকে আজ পুলিশি নিরাপত্তায় বাড়ি পাঠানো হয়েছে।

রায়গঞ্জ সংশোধনাগার
রায়গঞ্জ সংশোধনাগার

By

Published : May 18, 2021, 6:35 PM IST

রায়গঞ্জ, 18 মে : করোনা সংক্রমণ রুখতে বেশ কিছুদিন আগে সুপ্রিম কোর্টের তরফে সংশোধনাগারগুলিতে ভিড় এড়াতে বন্দিদের প্যারোলে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ সেইমতো রাজ্যের বেশ কিছু সংশোধনাগার থেকে বন্দিদের প্যারোলে মুক্তি দেওয়া হয়েছেও ৷ এবার রায়গঞ্জ জেলা সংশোধনাগার থেকে প্যারোলে মুক্তি দেওয়া হল 25 জন বন্দিকে ৷

করোনা আবহে পুলিশি নিরাপত্তায় বন্দিদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল রায়গঞ্জ জেলা পুলিশ ৷ করোনার বাড়বাড়ন্তের জেরেই ওই 25 জনকে তিনমাসের জন্য মুক্তি দেওয়া হয়েছে ৷ জেল সূত্রে খবর , 320 জন আসামীর মধ্যে 80 জন পুরুষ ও চারজন মহিলার করোনা ধরা পড়ায় এই সিদ্ধান্ত ৷

রায়গঞ্জ সংশোধনাগার থেকে প্যারোলে মুক্তি 25 বন্দী

রায়গঞ্জ জেলা সংশোধনাগারের জেলার রাজেশকুমার মণ্ডল জানিয়েছেন, মুক্ত সংশোধনাগারে 26 জন আসামী রয়েছেন। নির্দেশ এসেছে প্রত্যেকেই তিন মাসের জন্য প্যারোলে মুক্তি দেওয়ার। গত পরশু সকলের কোভিড টেস্ট করানো হয়েছে। 26 জনের মধ্যে 25 জনের রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ বাকি একজনের করোনা ধরা পড়েছে ৷ এই অবস্থায় সকলকে আজ পুলিশি নিরাপত্তায় বাড়ি পাঠানো হয়েছে।


পাশপাশি তিনি আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত সংশোধনাগারের 320 জন আসামীর কোভিড টেস্ট করানো হয়েছে। যার মধ্যে 80 জন পুরুষ আসামি ও চার জন মহিলার রিপোর্ট পজিটিভ এসেছে। প্রত্যেকেই আপাতত সুস্থ রয়েছেন। জেলের ভিতরেই দুটি আলাদা আলাদা ওয়ার্ড করা হয়েছে। সেখানে রাখা হচ্ছে বন্দিদের ৷

আরও পড়ুন :আজ নয়, আগামীকালই হবে শুনানি; আগের নির্দেশই বহাল হাইকোর্টের

ABOUT THE AUTHOR

...view details