পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইসলামপুরে নাইট সার্ভিস বাস উলটে আহত 25 - ইসলামপুরে নাইট সার্ভিস বাস

ইসলামপুরে বাস উলটে আহত 25 । ইসলামপুর মহকুমা হাসপাতালে আহতদের পাঠানো হয় ।

ইসলামপুরে নাইট সার্ভিস বাস উলটে 25 জন আহত
ইসলামপুরে নাইট সার্ভিস বাস উলটে 25 জন আহত

By

Published : Jan 23, 2021, 10:51 AM IST

ইসলামপুর, 23 জানুয়ারি : ইসলামপুর থানার অন্তর্গত মিলনপল্লি এলাকার 31 নম্বর জাতীয় সড়কে বাস উলটে আহত 25 । গতকাল পথ দুর্ঘটনাটি ঘটেছে । ঘটনার জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ থাকে । খবর পেয়ে দুর্ঘটনাস্থানে আসে ইসলামপুর থানার পুলিশ ও দমকল । স্থানীয়দের সহায়তায় আহতদের বাস থেকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় । তদন্তে নেমেছে পুলিশ ।

গতকাল শিলিগুড়ি থেকে একটি নাইট সার্ভিস বাস আসানসোলের দিকে যাচ্ছিল । বাসটি ইসলামপুরের মিলনপল্লি এলাকায় আসে । 31 নম্বর জাতীয় সড়কে চলন্ত একটি লরিকে ওভারটেক করে । সেইসময় সামনে এক বাইক এসে পড়ায় তাঁকে বাঁচাতে গিয়ে বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উলটে যায় ।

নাইট সার্ভিসের বাস উলটে পথ দুর্ঘটনা । দেখুন ভিডিয়ো...

আরও পড়ুন : হেমতাবাদে বাস-টাটা সুমো সংঘর্ষ, আহত 15

স্থানীয়রা তড়িঘড়ি যাত্রীদের বাস থেকে বের করার চেষ্টা করে । অন্যদিকে পুলিশ ও দমকলকর্মীরা এসে আহতদের উদ্ধার করে । বাসটি উলটে থাকায় যান চলাচল ব্য়াহত হয় । পরে পুলিশি তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয় ।

ABOUT THE AUTHOR

...view details