পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Ganja Seized: সিআইএসএফের স্টিকার লাগানো গাড়ি থেকে উদ্ধার 234 কেজি গাঁজা ! আটক চালক - ডালখোলায় গাঁজা উদ্ধার

পুলিশি ধরপাকড় এড়াতে সিআইএসএফের স্টিকার লাগানো কন্টেনার গাড়ি করে গাঁজা পাচারের চেষ্টা ৷ সূত্র মারফত খবর পেয়ে, সেই গাড়ি আটক করল পুলিশ ৷ চালককে জিজ্ঞাসাবাদ করে শুরু হয়েছে তল্লাশি ৷ তাতেই উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁজা।

Etv Bharat
সিআইএসএফের অন ডিউটি স্টিকার লাগানো গাড়ি থেকে গাঁজা উদ্ধার

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2023, 7:09 AM IST

Updated : Sep 4, 2023, 7:37 AM IST

গাঁজা উদ্ধারের ঘটনায় এসডিপিওর বক্তব্য

ডালখোলা, 4 সেপ্টেম্বর: বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করল পুলিশ । অভিনব কৌশলে অন ডিউটি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF) লেখা একটি গাড়িতে প্রচুর পরিমাণে গাঁজা পাচার হচ্ছিল । গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায় । আটক করা হয় গাঁজা ভর্তি কন্টেনার গাড়ি ৷ রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলার পূর্ণিয়া মোড় এলাকায় । সূত্রের খবর, উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ 234 কেজি। আর তার বাজারমূল্য প্রায় 12 লাখ টাকা।

রবিবার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, যে একটি গাড়িতে করে গাঁজা পাচার করা হচ্ছে । ঠিক সেই সময় থেকে ডালখোলা থানার পুলিশকর্মীরা 31 নম্বর জাতীয় সড়ক এলাকায় নাকা তল্লাশি শুরু করেন । তখনই আগরতলা থেকে একটি কন্টেনার গাড়িকে আটক করে পুলিশ । জিজ্ঞাসাবাদে সন্দেহ হওয়ায় গাড়িটিকে নিয়ে আসা হয় পুলিশ ক্যাম্পে । তল্লাশি চালাতেই বিভিন্ন কার্টুনের বাক্স এবং লাগেজের ভিতর থেকে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার হয় ।

ঘটনায় জিজ্ঞাবাদের জন্য গাড়ি চালককে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । এই পাচার চক্রে কে বা কারা জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে । এই ঘটনায় রবিবার রাতে সাংবাদিক সম্মেলন করে ডালখোলার এসডিপিও সৌম্যানন্দ সরকার বলেন, "আমাদের কাছে খবর ছিল যে দুটি গাড়িতে করে গাঁজা পাচার হচ্ছে । সেই মোতাবেক আমরা নাকা তল্লাশি শুরু করি । সেই সময়ে সন্দেহ হওয়ায় সিআইএসএফের স্টিকার লাগানো গাড়ি আমরা আটকাই । সেটিকে পুলিশ ক্যাম্পে নিয়ে আসি । তারপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেই গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 234 কেজি গাঁজা উদ্ধার হয়, যার বাজারমূল্য আনুমানিক 12 লক্ষ টাকা । এই ঘটনায় বেশ কিছু তথ্য সামনে এসেছে, সেই সূত্র ধরেই গোটা ঘটনায় জড়িতদের সন্ধানে তদন্ত শুরু হয়েছে ।"

আরও পড়ুন : পুলিশের বিরুদ্ধে গাঁজা পাচারের অভিযোগ! থানা জ্বালিয়ে দিল ক্ষিপ্ত জনতা

Last Updated : Sep 4, 2023, 7:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details