চোপড়া, 17 জুলাই : ময়ূখ বর্মণের বয়স মাত্র ২৩ মাস । বাড়ি উত্তর দিনাজপুরের চোপড়ার দাসপাড়ায় । এই বয়েসের আর পাঁচটা শিশুর মত তার মুখেও ঠিক মত বুলি ফোটেনি। কিন্তু ওই আধো বুলি নিয়েই যখন ময়ূখ অনায়াসে রাজ্যের 23 টি জেলার নাম , দেশের 29 টি রাজ্য ও তাদের রাজধানীর নাম বলতে শুরু করে, তখন অবাক না হয়ে উপায় নেই । 23 মাসেই ময়ূখের মুখে যেন GK-র খই ফুটছে । প্রধানমন্ত্রী , রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রীর নাম শুধু জিজ্ঞেস করার অপেক্ষা । ময়ূক পলক ফেলার আগেই উত্তর দিয়ে দেয় ।
23 মাসেই ময়ূখের মুখে GK-র খই ফুটছে - North dinajpore
বয়স মাত্র ২৩ মাস । মুখে ঠিক মত বুলি ফোটেনি। ওই আধো বুলি নিয়েই রাজ্যের 23 টি জেলার নাম , দেশের 29 টি রাজ্য ও তাদের রাজধানীর নাম বলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে ময়ূখ ।
ময়ূখের মা যখন তাকে পড়তে বসান তখনও সে খেলনা হাতছাড়া করে না । কিন্তু খেলার মাঝেই পড়তে পড়তে রাজ্য ও দেশের বিভিন্ন ব্যক্তিদের নাম সে ঠোঁটস্থ করে ফেলেছে । ছোট্ট ময়ূখের প্রতিভায় মুগ্ধ এলাকাবাসী । বাবা রাজু বর্মণ জানান, মাত্র ১৫ মাস বয়স থেকেই ময়ূখ যা শুনত তাই মনে রেখে বলতে পারত । তাঁরা চাইছেন ময়ূখের প্রতিভার যেন সঠিক বিকাশ হয় ।
উল্লেখ্য, ময়ূখের মতোই প্রতিভাধর কৌটিল্য পণ্ডিত । 2011 সালে হরিয়ানার কার্নালের এই শিশুটি শিরোনামে এসেছিল তার অসাধারণ স্মৃতিশক্তির জন্য । বিভিন্ন জনপ্রিয় টিভি শোতে অংশগ্রহণ করে সে তাক লাগিয়ে দিয়েছিল । তার গুণমুগ্ধদের তালিকায় ছিলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি APJ আবদুল কালামও । পরে তার নামই হয়ে যায় "গুগল বয়" । উত্তর দিনাজপুরের ময়ূখও অচিরেই এমন পরিচিতি পাবে বলে মনে করছে তার প্রতিবেশীরা ।