পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টাকা ছড়িয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিল দুষ্কৃতীরা - টাকা ছিনতাই

দিনেদুপুরে ছিনতাই 31 নম্বর জাতীয় সড়কে । টাকা ছড়িয়ে টাকার ব্যাগ নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা ।

money snatched
money snatched

By

Published : Jul 3, 2020, 8:57 PM IST

রায়গঞ্জ, 3জুলাই : ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়িযাওয়ার পথে ছিনতাই ।30হাজারটাকার নিয়ে পালাল দুই দুষ্কৃতী । দিন-দুপুরে এমনই ঘটনা ইসলামপুর থানার চামারটুলিগ্রামে31নম্বরজাতীয় সড়কের ওপর ।


ইসলামপুর থানার গুঞ্জরিয়ারবাসিন্দা আলাউদ্দিন ব্যাঙ্ক থেকে30হাজার টাকা তোলেন । সেই টাকা থেকেইস্থানীয় একটি দোকানে কিছু জিনিসপত্রও কেনেন । বাড়ি ফেরার সময় আচমকাই তাঁর সামনেবেশ কিছু টাকা ছড়়িয়ে দেয় মোটরবাইকে আসা দুই দুষ্কৃতী । বলা হয় তাঁর টাকা পড়েগিয়েছে । মাটিতে পড়ে থাকা টাকা তুলতে গেলেই পিছন থেকে তাঁর টাকার ব্যাগটি ছিনিয়েনিয়ে চম্পট দেয় দুুষ্কৃতীরাা ।

খবরপেয়ে ঘটনাস্থানে আসে ইসলামপুর থানার পুলিশ । বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details