পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইসলামপুরে অস্ত্রসহ ধৃত 2 দুষ্কৃতী - ইসলামপুর মহকুমা আদালত

অস্ত্রসহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল ইসলামপুর থানার পুলিশ ৷ পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুষ্কৃতীরা এর আগেও নানা ধরনের অপরাধের সঙ্গে যুক্ত ছিল । ইসলামপুর থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে । এদের বিরুদ্ধে অপহরণ, ছিনতাই, ডাকাতি সহ একাধিক মামলা পুলিশের কাছে ছিল ৷ ইসলামপুর থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ।

2-anti-social-arrests
অস্ত্রসহ 2 দুষ্কৃতি ধৃত

By

Published : Feb 9, 2020, 8:50 PM IST

রায়গঞ্জ , 9 ফেব্রুয়ারি : অস্ত্র ও তাজা কার্তুজসহ 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল ইসলামপুর থানার পুলিশ । ধৃতদের নাম মুজাফ্ফর হুসেন ও এনামুল হক । তাদের বাড়ি ইসলামপুর থানার গুঞ্জরিয়া ও রামগঞ্জ এলাকায় ৷

পুলিশ সূত্রে জানা গেছে, গুঞ্জরিয়া এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কের ছোটোপুল এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে এই দুই দুষ্কৃতী দাঁড়িয়েছিল । গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে এই দুই দুষ্কৃতীকে হাতেনাতে ধরে ফেলে । তল্লাশি চালিয়ে 1টি দেশি পিস্তল ও 2 রাউন্ড কার্তুজ তাদের কাছ থেকে উদ্ধার হয় । ধৃতদের শনিবার ইসলামপুর মহকুমা আদালতে তোলে হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন । ইসলামপুর থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুষ্কৃতীরা এর আগেও নানা ধরনের অপরাধের সঙ্গে যুক্ত ছিল । এদের বিরুদ্ধে অপহরণ, ছিনতাই, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে । বিভিন্ন সময় তারা পুলিশের হাতে ধরা পড়েছিল । সব মিলিয়ে দীর্ঘদিন বাদে এই দুই অপরাধীকে আবার ধরতে পেরে নিঃসন্দেহে পুলিশের অপরাধমূলক কর্মকাণ্ডের রাশ টানতে অনেক সুবিধা হবে বলে মনে করছে শীর্ষ আধিকারিকরা । এদের কাছে আর কোনও বেআইনি অস্ত্র আছে কি না বা বর্তমানে তারা কোন অপরাধের সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনা করছে কি না তা জানতে ইতিমধ্যেই বিশেষ দল ময়দানে নেমেছে ।

ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার সচিন মক্কর বলেন, "আমরা দুই অপরাধীকে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছি । এরা কোন উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র মজুদ করেছিল তা জানতে তদন্ত শুরু করা হয়েছে ৷"

ABOUT THE AUTHOR

...view details