পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা, রায়গঞ্জে গ্রেপ্তার BJP-র 16 নেতা-কর্মী - রায়গঞ্জ

জোর করে বনধ পালনের অভিযোগে পুলিশ BJP-র 16 জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করল ৷ পাশাপাশি আটটি বাইক আটক করা হয়েছে।

16-bjp-workers-arrested
16-bjp-workers-arrested

By

Published : Jul 14, 2020, 10:40 AM IST

Updated : Jul 14, 2020, 11:51 AM IST

রায়গঞ্জ, 14 জুলাই : 12 ঘণ্টার উত্তরবঙ্গ বনধ ঘিরে পুলিশ ও BJP কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা। উত্তেজনা রায়গঞ্জ শহরে ৷ জোর করে বনধ পালন করানোর অভিযোগে পুলিশ BJP-র 16 জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে৷ পাশাপাশি আটটি বাইক আটক করা হয়েছে।

হেমতাবাদের BJP বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের রহস্যমৃত্যু ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং খুনের অভিযোগ তুলে আজ উত্তরবঙ্গে 12 ঘণ্টার বনধের ডাক দিয়েছে রাজ্য BJP ৷ সকাল থেকে রায়গঞ্জ, হেমতাবাদ, কালিয়াগঞ্জসহ উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় দোকানপাট খোলেনি, পথে নামেনি বেসরকারি গাড়িও ৷ তবে, সরকারি বাস পথে নামলে বাধা দেন BJP কর্মীরা ৷ বনধের সমর্থনে প্রচার চালাতে বাইক র্যালি করছিলেন সমর্থকরা, তা আটকে দেয় পুলিশ ৷

বনধ পালন করা নিয়ে পুলিশের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ল BJP কর্মীরা

এপ্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা BJP-র সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি বলেন, ‘‘হেমতাবাদের দলীয় বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের মৃত্যুর ঘটনা মানুষ মেনে নিতে পারেনি, তাই স্বতঃস্ফূর্তভাবে বনধ পালন করছে ।’’ তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার পুলিশকে ব্যবহার করে সরকারি বাস চালিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে ৷ তবে মানুষ তা মানছে না । অন্যদিকে স্থানীয় BJP নেতা অভিজিৎ যোশী জানান, ‘‘ এভাবে গ্রেপ্তার করে বনধ আটকানো যাবে না ৷ ’’

হেমতাবাদের BJP বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের মৃত্যুর ঘটনার প্রতিবাদে BJP-র ডাকা 12 ঘণ্টার বনধকে ঘিরে মঙ্গলবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে । BJP কর্মীরা একদিকে যেমন যান চলাচল আটকে দেন, তেমনই বাইক র্যালি করে শহরজুড়ে ঘুরে বেড়ায় ৷ তবে জনজীবন স্বাভাবিক রাখতে রায়গঞ্জ পুলিশের DSP ও থানার IC -র নেতৃত্বে পুলিশ বাহিনী পথে নামে ৷

Last Updated : Jul 14, 2020, 11:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details