পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চোপড়ায় কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার 16 - চোপড়ায় কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার 16

মাধ্যমিক উত্তীর্ণ পরীক্ষার্থীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চোপড়ায় বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার 16 ৷ গতকাল সন্ধে থেকে ইসলামপুরের পুলিশ সুপারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় ৷

Chopra Arrest
চোপড়ায় গ্রেপ্তার 16

By

Published : Jul 20, 2020, 11:06 AM IST

চোপড়া, 20 জুলাই : মাধ্যমিক উত্তীর্ণ পরীক্ষার্থীর দেহ উদ্ধারের ঘটনায় গতকাল উত্তপ্ত হয়ে ওঠে উত্তর দিনাজপুরের চোপড়া ৷ সরকারি বাসে আগুন লাগানো হয় ৷ ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতে ৷ পুলিশ-জনতা খণ্ডযুদ্ধও হয় ৷ আর এই ঘটনায় মোট 16 জনকে গ্রেপ্তার করল চোপড়া থানার পুলিশ ৷

ঠিক কী হয়েছিল ? শনিবার বিকেল পর্যন্ত এলাকাতেই ছিল মাধ্যমিক উত্তীর্ণ ওই পরীক্ষার্থী ৷ কিন্তু তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না ৷ এরপর গতকাল সকালে বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে তার দেহ উদ্ধার হয় ৷ মৃতদেহের পাশ থেকেই পাওয়া যায় সাইকেল, ছাতা ও আধারকার্ড ৷ পরিবারের অভিযোগ, ওই কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে ৷

এই ঘটনাকে কেন্দ্র করেই গতকাল উত্তপ্ত হয়ে ওঠে চোপড়া ৷ 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চোপড়া থানার IC দোষীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন ৷ কিন্তু বিক্ষোভকারীরা জানিয়ে দেন, যতক্ষণ না দোষীরা গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ অবরোধ চলবে ৷ এরপর পুলিশের সঙ্গে ক্ষুব্ধ জনতার খণ্ডযুদ্ধ শুরু হয় ৷ মোট ছ'টি সরকারি বাস ও পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয় ৷ কয়েকটি বাস ও গাড়িতে আগুনও লাগানো হয় ৷

ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার সচিন মক্কারের নেতৃত্বে গতকাল সন্ধে থেকে অভিযান চালায় চোপড়া থানার পুলিশ ৷ পুলিশের গাড়ি ও সরকারি বাসে ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনায় মোট 16 জনকে গ্রেপ্তার করা হয় ৷ বর্তমানে থমথমে রয়েছে চোপড়া এলাকা ৷

ইতিমধ্যে ওই কিশোরীর মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে ৷ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে, বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে ওই কিশোরীর ৷ পাশাপাশি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, কিশোরীর শরীরে নিগ্রহের কোনও চিহ্ন নেই ৷ পুলিশ সূত্রে জানা গেছে, আজ ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গ থেকে ওই কিশোরীর মৃতদেহ চোপড়ায় নিয়ে যাওয়া হবে ৷ BJP- র রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় ও সাংসদ সুকান্ত মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেখানে উপস্থিত থাকবে ৷ কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ৷

ABOUT THE AUTHOR

...view details