পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আক্রান্ত পুলিশকর্মীর সংস্পর্শে আসা 14 জনকে কোয়ারানটিনে পাঠাল পুলিশ - Police

রায়গঞ্জ জেলা পুলিশের এক কনস্টেবল কোরোনা আক্রান্ত হওয়ার পর তার সংস্পর্শে আসা 14 জনকে চিহ্নিত করে কোয়ারানটিনে পাঠানো হল । আক্রান্ত ওই ব্যক্তির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

Coronavirus
Coronavirus

By

Published : Jun 23, 2020, 7:41 PM IST

রায়গঞ্জ, 23 জুন : রায়গঞ্জ পুলিশ লাইনে কোরোনা আক্রান্ত কনস্টেবলের সংস্পর্শে আসা 14 জনকে কোয়ারানটিনে পাঠানো হল জেলা পুলিশের তরফ থেকে।

দুইদিন আগে রায়গঞ্জ জেলার এক পুলিশ কনস্টেবল কোরোনা আক্রান্ত হন। তাকে রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। এরপরই ওই কনস্টেবলের সংস্পর্শে সম্প্রতি কারা এসেছিলেন, তার খোঁজ শুরু হয়। অবশেষে গতকাল মোট 14 জন পুলিশ কর্মীর খোঁজ পাওয়া যায়, যারা সম্প্রতি ওই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। তাদের সকলকে রায়গঞ্জ জেলা পুলিশের কোয়ারানটিন সেন্টারে স্থানান্তরিত করা হয়। ইতিমধ্যে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং লালা রসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এই বিষয়ে রায়গঞ্জ জেলার পুলিশ সুপার সুমিত কুমার বলেন, " আক্রান্ত ওই কনস্টেবলের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তার সংস্পর্শে আসা 14 জনকে কোয়ারানটিনে পাঠানো হয়েছে। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে তাদের শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে। " অন্যদিকে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়, আক্রান্ত কনস্টেবলের সংস্পর্শে আসা ওই 14 জনের নমুনা পরীক্ষার রিপোর্ট শীঘ্রই পাওয়া যাবে।

ABOUT THE AUTHOR

...view details